রাতের অন্ধকারে পুরোহিতকে প্রাণে মারার চেষ্টা প্রতিবেশী তিন যুবকের - Bangla Hunt

রাতের অন্ধকারে পুরোহিতকে প্রাণে মারার চেষ্টা প্রতিবেশী তিন যুবকের

By Bangla Hunt Desk - July 07, 2020

বালুরঘাট : রাতের অন্ধকারে মুদির দোকান থেকে জিনিস কিনে বাড়ি ফেরার পথে এক পুরোহিতকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী তিন ব্যক্তির বিরুদ্ধে। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চামটা এলাকার ঘটনা। অভিযুক্তরা চড়-থাপ্পড় কিল-ঘুষি লাথি মারার পাশাপাশি গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত পুরোহিত মুরারী মোহন সান্যাল। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগ, চামটা এলাকারই বাসিন্দা অভিযুক্ত ককিল সরকার, জয়ন্ত মহন্ত এবং সঞ্জীব সরকার মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় এলাকায় মস্তানি দেখিয়ে বেড়ায়। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকান থেকে ডিম কিনে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পুরোহিত মুরারী মোহন সান্যালের পথ আটকায়। বিনা কারণে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং চড় কিল ঘুষি লাথি মারতে থাকে। শুধু তাই নয় শ্বাসরোধ করে খুন করার জন্য গলা টিপেও ধরা হয় তাঁর বলে অভিযোগে জানিয়েছেন পুরোহিত।

পেশার পুরোহিত মুরারী মোহন সান্যাল জানিয়েছেন, এলাকায় সব সময় মস্তানি দেখিয়ে বেড়ায় অভিযুক্তরা। মদ খেয়ে মাতলামিও করতে দেখা যায় তাদের। সোমবার সন্ধ্যায় বিনা কারণে তার ওপর হাম,, করা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর এবং খুন করার জন্য শ্বাস রোধ করতে গলা টিপে ধরা হয় তার। এমন অবস্থায় নিরাপত্তা আবেদন জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতেও সরব হন ওই পুরোহিত।

বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর