আরফানের ত্রাণে " দুর্নীতি " এবার মাঠে নামলো শুভেন্দু অধিকারী , গঠন করলো তদন্ত কমিটি - Bangla Hunt

আরফানের ত্রাণে ” দুর্নীতি ” এবার মাঠে নামলো শুভেন্দু অধিকারী , গঠন করলো তদন্ত কমিটি

By Bangla Hunt Desk - July 07, 2020

আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ লেগেই রয়েছে। অধিকাংশ অভিযোগের তীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ না দিয়ে নিজেদের লোকদের ত্রাণ পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। যার ফলে সাধারণ মানুষ নানা জায়গায় সরকার ও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।

দুর্নীতির বিষয়টা সামনে আসতেই দলের নেতাদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে দিয়ে কড়া ব্যবস্থাও নেওয়া হয় অনেক জায়গায়। কিন্তু তা সত্ত্বেও ত্রাণে দুর্নীতির অভিযোগ কমানো যাচ্ছে না। তাই এবার দুর্নীতি রুখতে মাঠে নামলো পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী আমফানের ত্রান বিলির দুর্নীতি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ। তাই এই দুর্নীতি রুখতে তিনি একটি তদন্ত কমিটি গঠন করলেন। ওই তদন্ত কমিটির সদস্যরা নন্দীগ্রামের ভেকুটিয়া ও কেন্দ্রেমারি সহ আমফানের দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করবে। চিহ্নিত করা হবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের এবং তারা ত্রান পেয়েছি কিনা তা দেখা হবে। যদি ত্রাণ না পায়, তাহলে কেন তারা ত্রাণ পেল না তা খতিয়ে দেখবে এই তদন্তকারী কমিটি এবং তাদের ত্রাণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে।

শুভেন্দু অধিকারী মনে করেন ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন,” আমফানের ত্রাণ বিলিতে দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। কেউ অন্যায় ভাবে টাকা আত্মসাৎ করেছে বলে প্রমাণিত হলে, তাকে টাকা ফেরত দিতে হবে”। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপে খুশি নন্দীগ্রামের সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্তরা তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পাবে বলে আশা করছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর