দু'পক্ষের বৈঠকে মিলল না কোন ফল! গালওয়ান থেকে সেনা সরানো হবে না জানাল চিন - Bangla Hunt

দু’পক্ষের বৈঠকে মিলল না কোন ফল! গালওয়ান থেকে সেনা সরানো হবে না জানাল চিন

By Bangla Hunt Desk - July 02, 2020

ভারত-চিন সংঘাতের মধ্যে তৃতীয় দফার কমান্ডার পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু তাতে মেলেনি কোনো সমাধান সূত্র। দুই দেশ আলোচনার মাধ্যমেই তাদের সীমান্ত বিবাদ মিটিয়ে নিতে চায় এমনটা শোনা গেলেও কিন্তু চিনের তরফে কোন ইতিবাচক পদক্ষেপ মেলেনি। চিনের তরফে সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও বাস্তবে যে তা হবে না একথা স্বীকার করে নেওয়া হয়েছে। বরং ধীরে ধীরে গালওয়ান উপত্যাকায় সেনার সংখ্যা বৃদ্ধি করছে বেজিং।

চিন মুখে এক কথা বললেও কাজে আরেক ধরনের জিনিস করে দেখাচ্ছে তারা। তাই সীমান্ত বিবাদ মেটার যে আপাতত কোনো লক্ষণ নেই তা বলাই বাহুল্য। চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ অনেকদিন থেকেই শুরু হয়েছিল। লাদাখ সীমান্তে ভারতের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রথমে বাধা দেয় চিন। তারপর গত ১৫ ই জুন দুই পক্ষের সামরিক বৈঠকের সময় অতর্কিতে ভারতীয় সেনার ওপর লোহার রড দিয়ে হামলা করে চিনের পিপলস লিবারেশন আর্মি। এই ঘটনায় শহীদ হন ভারতের ২০ জন জওয়ান। চিনের তরফেও অনেক সেনার মৃত্যুর খবর পাওয়া যায়। এরপরই উত্তেজনা ক্রমশ চরমে ওঠে। ভারতও লাদাখ সীমান্তে ৪৫ হাজার সেনা মোতায়েন করে।

এরপর আবার ৩০ শে জুন দুই পক্ষের কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। সবাই তাকিয়ে ছিল সেই বৈঠকের দিকেই। আশা ছিল এই বৈঠকে কোনো না কোনো ইতিবাচক বার্তা বেরিয়ে আসবে। কিন্তু সেনা সূত্রের খবর ওই বৈঠকে কোনো ইতিবাচক বার্তা বেরিয়ে আসেনি। কোন ধরনের প্রতিশ্রুতি মূলক উত্তরও আসেনি চিনের তরফে। বরং চিন ক্রমশ সীমান্তে সেনার সংখ্যা বৃদ্ধি করে যাচ্ছে। ইতিমধ্যেই প্যাংগং লেকের ধারে ২০ হাজার সেনা মোতায়েন করে ফেলেছে বেজিং। এদিকে ভারতে পিছিয়ে নেই, ভারতও সেনা মোতায়েন করেছে প্রচুর পরিমাণে।

কিন্তু এখন তৃতীয় দফার বৈঠকের কথা বললে বলতে হয় এই বৈঠক খুবই পেশাদার প্রক্রিয়াতেই হচ্ছিল। দুই দেশই সেনা সরানো নিয়ে সহমত প্রকাশ করেছে। দুই দেশই সেনা সরানোকে সবার আগে প্রাধান্য দিয়েছে। কিন্তু এমন সিদ্ধান্ত হলেও বাস্তবে তা একেবারেই হচ্ছে না। কিন্তু সেনা সূত্রে খবর আগামীতে কূটনৈতিক স্তরে আরো আলোচনা চলবে। তার মধ্যেই দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা বের হতে পারে বলে আশা করা যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর