বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! বেসরকারি বাস পিছু ১৫০০০ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য - Bangla Hunt

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! বেসরকারি বাস পিছু ১৫০০০ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য

By Bangla Hunt Desk - June 26, 2020

বেসরকারি বাস পথে নামাতে অবশেষে বড়োসড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১ ই জুলাই থেকে সমস্ত বেসরকারি বাস পথে নামাতে ভর্তুকি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ভাড়া বাড়ানো চলবেনা বলেও এদিন সাফ জানিয়ে দেন তিনি। একইসঙ্গে ১ ই জুলাই থেকে মেট্রো পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১ ই জুলাই থেকে রাজ্যে লকডাউনে ছাড়ের মেয়াদ আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন করে জানান “লকডাউন এর মধ্যেই জ্বালানির দাম ক্রমশ বাড়ছে। ফলে বাস চালিয়ে লাভ করতে পারছেন না বাস মালিকরা। তাই ৬০০০ বাসের মধ্যে ২৫০০ বাস রাস্তায় নেমেছে। তাই সমস্ত বাসকে রাস্তায় নামাতে বাসপিছু ১৫০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার। এই ভর্তুকি মিলবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পর্যন্ত”।

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা বেসরকারি বাসের চালক ও কনডাক্টারদের স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় আনা হবে। এর ফলে কেউ অসুস্থ হলে তার চিকিৎসা হবে বিনামূল্যে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর