বিহারে প্রবল ঝড় বৃষ্টি! মৃত্যু হলো কমপক্ষে ৮৩ জনের - Bangla Hunt

বিহারে প্রবল ঝড় বৃষ্টি! মৃত্যু হলো কমপক্ষে ৮৩ জনের

By Bangla Hunt Desk - June 25, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; বৃহস্পতিবার বিহারে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে কমপক্ষে ৮৩ জন প্রাণ হারালেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। সবথেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বিহারের গোপালগঞ্জ জেলায়। সূত্রের খবর কমপক্ষে ১৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন সেখানে। প্রবল ঝড়ে ভেঙে গেছে অসংখ্য বাড়ির দেওয়াল, ভেঙে পড়েছে অসংখ্য গাছ। ইতিমধ্যেই মৃতদের পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গুলোতে পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে মৃত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আগেই প্রশাসনের তরফে রেড অ্যালার্ট জারি করা ছিল। গোপালগঞ্জ এলাকার মানুষজনকে ঘরের বাইরে না বেরোনোর আবেদন করা হয়েছে। বিহারের মধুবনী, দ্বারভাঙ্গা, পুরনিয়া, শিওহর, বক্সার, জাহানাবাদ, কাইমুর, নাহারকাটিয়াগঞ্জ, পশ্চিম ও পূর্ব চম্পারন জেলায় কমপক্ষে ৩২ জন পুরুষ, মহিলা ও শিশু প্রাণ হারিয়েছে বলে খবর। এর আগেই তিন দিন বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করে রেখেছিল হাওয়া অফিস। ছিল বন্যার সতর্কবার্তাও।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর