LAC তে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে ভারতীয় সেনা, সিদ্ধান্ত কেন্দ্রের - Bangla Hunt

LAC তে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে ভারতীয় সেনা, সিদ্ধান্ত কেন্দ্রের

By Bangla Hunt Desk - June 21, 2020

দীর্ঘ বছর ধরে মেনে চলা ‘রুলস অফ এঙ্গেজমেন্ট’ বা সংঘর্ষ বিধি-নিষেধ চুক্তি থেকে সরে আসতে চলেছে ভারত।১৯৯৬ সালে ভারত ও চীনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই কিলোমিটারের মধ্যে দুই দেশের সেনারাই কোনো ধরনের সামরিক অস্ত্র প্রয়োগ করবে না বা সামরিক অস্ত্র নিয়ে টহল দেবে না।

দীর্ঘ বছর ধরে চলাই চুক্তি , ভারতীয় সেনারা মেনে চললেও একাধিকবার চীনা সেনারা এই চুক্তি ভঙ্গ করে। যার ফলে ভারতীয় সেনাদের একাধিকবার মুশকিলের মধ্যে পড়তে হয়েছে। যেমন গালওয়ান উপত্যকায় নিরস্ত্র ভারতীয়দের উপর চিনা সেনার বর্বরোচিত আক্রমণ। তাই এবার ভারত সরকার এই চুক্তি থেকে সরে আসছে। এখন ভারতীয় সেনাকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হলো , প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পেট্রোলিং এর সময় আগ্নেয় অস্ত্র নিয়ে যেতে পারবে ও প্রয়োজন পড়লে তারা আগ্নেয় অস্ত্র প্রয়োগ করতে পারবে।

ভারতীয় সেনার এক শীর্ষ আধিকারিক থেকে জানা গেছে। ভারতীয় সেনাকে LAC তে পেট্রোলিং এর সময় আগ্নেয় অস্ত্র ব্যাবহারের ক্ষমতা তো দেওয়া হয়েছে তার সাথে স্থানীয় পর্যায় কমান্ডোদের যেকোন পরিস্থিতি সামলানোর জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। যার ফলে এখন চীনা সেনাবাহিনী হামলা করলে ভারতীয় সেনাবাহিনী গোলাগুলির মাধ্যমে তার জবাব দিতে পারবে।

আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া যাওয়ার আগে ফের লাদাখের পরিস্থিতি নিয়ে চিপ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনার তিন বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, রাশিয়ার সাথে লাদাখের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর। আগামীকাল রাজনাথ সিং রাশিয়ার ভিক্টরি ডে মিলিটারি প্যারেডে অংশ নিতে মস্কো যাচ্ছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর