"একুশে সব হিসাব চুকিয়ে দেব" পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের! - Bangla Hunt

“একুশে সব হিসাব চুকিয়ে দেব” পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের!

By Bangla Hunt Desk - June 20, 2020

কিছুদিন আগে দাঁতন থানার অন্তর্গত চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কুসমি গ্রামে বিজেপি কর্মী পবন জানার খুন হয়। আজ পবনের মৃতদেহের সৎকারে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ পবন এর মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানান এবং পবনের পরিবারকে ৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। তাছাড়া আজ পবনের সাধ্য শান্তির জন্য ১০ হাজার টাকা দেন দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ দলের কর্মী খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। সাংবাদিকদের তিনি জানান,বিজেপির কর্মী খুনের জন্য পুলিশ দায়ী , পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে এবং তৃণমূলের ক্যাডারের ভূমিকায় কাজ করছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ১০৪ জন বিজেপি কর্মী ও নেতা খুন হয়েছে। পুলিশকে নিশানা করে আরও বলেন, আমরা কথা দিচ্ছি প্রতিটি দলীয় কর্মীর মৃত্যুর ঋণ শোধ করব। পুলিশ সহ সমস্ত তৃণমূল দালালদের বুঝে নেব।

এদিন লকডাউন এ রাজ্যে কেন্দ্র সরকারের পাঠানো চাল ডালের দুর্নীতি নিয়ে সরব হন দিলীপ ঘোষ। এই নিয়ে তিনি রাজ্য সরকারকে নিশানা করেন । করোনা সংকটের মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে চাল ডাল পাঠিয়েছিল। কিন্তু সেই সব লুঠ করা হচ্ছে বলে দাবি করেন দিলীপ ঘোষ।

২০২১ সালে রাজ্যে পরিবর্তন নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। যেসব পুলিশ অফিসাররা তৃণমূলের ডাকাতদের সাহায্য করেছে তাদের নাম লিখে রাখা হচ্ছে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে তাদেরকে ওষুধ দেওয়া হবে বলে জানান তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর