উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম - Bangla Hunt

উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

By Bangla Hunt Desk - February 25, 2020

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের। এই স্টেডিয়ামটি আমেদাবাদ শহরের মোতেরা এলাকায় তৈরি হয়েছে। এই স্টেডিয়ামটির নাম সরদার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম রাখা হয়েছে। ১ লক্ষ ১০ হাজার লোক একসাথে বসে এখানে খেলা দেখতে পারবে। স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের থেকেও বড়। পুরো স্টেডিয়ামটি ৬৩ একর জমির মধ্যে তৈরি হয়েছে। এটি তৈরি করতে আনুমানিক ৭০০ কোটি টাকা খরচ হয়েছে। এই স্টেডিয়ামটি উদ্বোধনের পরেই বিশ্ব ক্রিকেটে এক নতুন পালক যুক্ত হবে।
স্টেডিয়ামটি উদ্বোধন করতে আগামীকালই ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটান ছাড়ার আগে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার খুবই ভালো বন্ধু। ওখানে দেশের সবচেয়ে বড় ইভেন্টের জন্য মুখিয়ে রয়েছি। ভারতের লাখ লাখ মানুষের সঙ্গে দেখা হবে। বহু আগেই এই সফরের জন্য কথা দিয়েছিলাম। সোমবার বেলা বারোটা নাগাদ আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এয়ার ফোর্স ওয়ানের বিমান। সেখানে ট্রামকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী মোদী। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ মোতেরায় সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প ইভেন্টে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তব্যও রাখবেন। মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে আহমেদাবাদ পর্যন্ত রাস্তার দুধারের রাস্তার একাধিক পাঁচিলে রঙ করা হয়েছে। বস্তি ঢাকা হয়েছে পাঁচিল দিয়ে। সেখান থেকে ডোনালট্রাম তাজমহল দেখতে আগ্রার উদ্দেশ্যে রওনা দেবেন। আর যমুনার পচা জলের গন্ধ যাতে ডোনাল্ড ট্রাম্পের নাকে না যায় সেই জন্য যমুনায় ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তারপর সেখান থেকে রাতেই ফিরবেন দিল্লিতে। এবং দিল্লি ফিরে রাতেই রাষ্ট্রপতির বাসভবনে ভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডিনার করবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর