ভারতের অখন্ডতা নিয়ে কোন সমঝোতা নয়! ১৯ জুন সর্বদলীয় বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর - Bangla Hunt

ভারতের অখন্ডতা নিয়ে কোন সমঝোতা নয়! ১৯ জুন সর্বদলীয় বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

By Bangla Hunt Desk - June 17, 2020

আগামী ১৯ জুন শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সমস্ত ছোট-বড় রাজনৈতিক দলের অধ্যক্ষদের এই বৈঠকে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এতে মনে করা হচ্ছে , বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সরকার বড়ো কিছু করতে যাচ্ছে, তাই সব দলের মতামত নেওয়ার জন্যই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।

ইন্দো-চিন সীমান্তে সংঘর্ষের পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে প্রশ্ন করতে শুরু করে এবং সর্বদলীয় বৈঠক করার জন্য দাবি জানায়। তাই প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয় আগামী ১৯ জুন শুক্রবার বিকাল পাঁচটায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে কিনা এখনো তা জানানো হয়নি। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হতে পারে।

এদিকে সীমান্তে টেনশন বেড়েই চলছে। গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও সেনার চিফ জেনারেল এমএম নারাভানে কে নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। সূত্রের খবর সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনার চিফ জেনারেল নারাভানেকে জানিয়ে দেন ভারত অখন্ডতা নিয়ে কোনো সমঝোতা নয়। ভারত সরকার সেনাকে পূর্ণ সমর্থন করছে। কোনভাবে সীমান্তে চিনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। ভারত ও চিনের সীমান্ত জুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর