১৯৬৭ সালের পর এই প্রথম ইন্দো-চিন সীমান্তে ব্যাপক গোলাগুলি, শহীদ তিন ভারতীয় সেনা - Bangla Hunt

১৯৬৭ সালের পর এই প্রথম ইন্দো-চিন সীমান্তে ব্যাপক গোলাগুলি, শহীদ তিন ভারতীয় সেনা

By Bangla Hunt Desk - June 16, 2020

১৯৬৭ সালের পর এই প্রথম ভারত এবং চিন সীমান্তে ব্যাপক সংঘর্ষ। লাদাখে চলল গুলি। লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনা সেনাবাহিনীর হামলায় মৃত্যু ১ সেনা অফিসার সহ ২ জাওয়ানের। ভারতীয় সেনার পালটা জবাবে নিহত হয়েছে চিনা সেনাও। গতকাল রাত্রি বেলা এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ভারতীয় সেনা সূত্র জানা গেছে, ভারতীয় সেনার পাল্টা জবাবে ভারতের থেকেও চিনের বেশি সেনা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক শান্তিুর চুক্তি মেনে লাদাখের গালওয়ান ভ্যালি থেকে পিছিয়ে আসছিল ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে গুলি চালাতে শুরু করে অপরপ্রান্তে চিনের সেনা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। চিনের গুলিতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার ১ আধিকারিক ও ২ জ‌ওয়ান। অন্য দিকে ভারতীয় সেনার পাল্টা জবাবে চিনের ও প্রায় দ্বিগুণ সেনার মৃত্যু হয়েছে বলে খবর।

অন্যদিকে চিনের বিদেশ মন্ত্রকের তরফে ভারতের কাছে ঘটণার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে যে, ভারত যেন দ্রুত কোনও সিদ্ধান্ত না নেয়। তাতে পরিস্থিতি জটিল হতে পারে।

৫৩ বছর পর ফের ভারত-চিন সীমান্তে গুলির লড়াই হল। ভারত-চিন প্রথম যুদ্ধ হয়েছিল ১৯৬২ সালে, তারপর পর ১৯৬৭ সালে নাথুলা পাসে তিন দিনের জন্য সংঘর্ষে জড়ায় ভারত-চিন। তারপর থেকে একাধিকবার দুই দেশের সেনা মুখোমুখি হলেও কখনও সংঘর্ষে জড়ায়নি। এখন এই সংঘর্ষের জল কতদুর গড়ায় সেই দিকে নজর বিশেষজ্ঞ মহলের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর