করোনায় কলকাতা ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু! সুস্থ ৪০ - Bangla Hunt

করোনায় কলকাতা ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু! সুস্থ ৪০

By Bangla Hunt Desk - June 13, 2020

কলকাতা: করোনা মোকাবিলায় যুদ্ধে প্রথম সারিতে থেকে লড়াই করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশকর্মীরা। আর এই যুদ্ধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি কলকাতা পুলিশের কর্তব্যরত অনেক পুলিশকর্মী কোভিড ভাইরাস দ্বারা সংক্রামিত হয়।

আজ শনিবার কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন কলকাতা ট্রাফিক পুলিশের শিয়ালদা গার্ডের এক কনস্টেবলের মৃত্যু হয়। মৃত ওই কনস্টেবল এর নাম দিলীপ সর্দার। কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন। এই পুলিশকর্মীর মৃত্যুর শোক প্রকাশ করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।

অন্যদিকে আজই কলকাতার বেসরকারি হাসপাতাল কেপিসি থেকে সুস্থ হয়ে ৪০ জন পুলিশকর্মী বাড়ি ফেরেন। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের অধীনে থাকা বেশ কয়েকটি থানার পুলিশকর্মীরা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধারা আক্রান্ত হওয়ার খবর চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞ মহলে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর