

বালুরঘাট ৩০ মে ; ভিন রাজ্য থেকে নিজের গ্রামে ফিরে গ্রামের বাঁশ ঝাড়ে ১৪ দিনের হোম করোয়ান্টাইনের নিয়ম পালন করতে বাধ্য হচ্ছে ৭ জন পারিযস্যী শ্রমিক। শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটি সত্যি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ২নং জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকার রাধানগর পশ্চিমপাড়া এলাকার।
ভিন রাজ্য থেকে জেলায় ফিরে আসার পর বিগত প্রায় ৮ দিন ধরে এমনকি ঝড় বাদলের রাত্রেও বাঁশ ঝাড়ের ভিতরে ত্রিপল দিয়ে তাবু খাটিয়ে নিজেদেরকে হোম করোয়ান্টাইন করে রেখেছে রাধানগর পশ্চিমপাড়া এলাকার ৭ জন শ্রমিক। রাধানগর গ্রামের বাসিন্দাদের সূত্রে খবর বিগত প্রায় ১২-১৫ বছর ধরে মহারাষ্ট্রের ঘাটকপর এলাকায় নির্মাণ কাজের সঙ্গে কর্মরত ছিল গ্রামের ঐ ৭ জন শ্রমিক। এরপর করোনা আবহে লকডাউন শুরু হওয়ার জেরে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারনে একপ্রকার প্রায় রোজগারহীন হয়ে পড়েন ঐ শ্রমিকরা। টান পড়ে তাদের কিঞ্চিৎ সঞ্চয়েও। এরপর প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা খরচ করে ট্রাকে করে মহারাষ্ট্র থেকে বালুরঘাটে ফেরেন ঐ ৭ জন শ্রমিক। নিজের গ্রামে ফিরে এসে কোন সরকারি কোরায়াইন্টাইন সেন্টার না পেয়ে গ্রামবাসি ও পরিবারের সুরক্ষার স্বার্থে তারা পরিবারের বা গ্রামের মানুষদের সংস্পর্শে না এসে গ্রামেরই একটি বাঁশঝাড়ে ত্রিপল দিয়ে তাবু খাটিয়ে নিজেদেরকে করোয়ান্টাইন করে রাখতে শুরু করে।
কিন্তু পরিবার ও গ্রামবাসিদের সুরক্ষার স্বার্থে নিজেদের অতি কষ্টে বাঁশ বাগানে ত্রিপল টাঙিয়ে কোন মতে মাথা গোঁজার ব্যবস্থ্যা করলেও বিধি বাম। দিন কয়েক পূর্বে বালুরঘাটের উপর দিয়ে বয়ে চলা ঝড় বৃষ্টির জেরে মাথার উপর থাকা তাঁবুর ত্রিপল টুকু ছিড়ে যায়। একদিকে রোজগার নেই তার উপর মাথা গোজার ত্রিপল ছিড়ে যাওয়ায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে ত্রিপল প্রদানের সাহায্য চেয়েও মেলেনি বলে ভিন রাজ্য থেকে আসা ঐ শ্রমিকদের অভিযোগ। সেই সঙ্গে এও অভিযোগ কোনমতে বাড়ি থেকে চেয়ে চিনতে নিয়ে আসা খাবারে বাঁশঝাড়ের তাবুতে ঐ শ্রমিকদের দিন গুজরান হলেও মেলেনি কোন সরকারি সাহায্য। এমত অবস্থায় ঐ শ্রমিকরা এদিন সরকারি সাহায্যের আবেদন জানান সংবাদমাধ্যমের সামনে।
অপরদিকে শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে ২নং জলঘর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল মুর্মু বলেন পঞ্চায়েতের কাছে ত্রিপলের জন্য কোন আবেদন তিনি পাননি। একই সঙ্গে তিনি এও বলেন শ্রমিকরা ওখানেই থাকুক আর ২ দিন হয়ে গেলে তাদের কোয়ারেন্টাইন শেষ হয়ে যাবে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স