কম যাত্রী নিয়ে গ্রিন জোন গুলিতে বাস চালাতে নারাজ বাস মালিকরা - Bangla Hunt

কম যাত্রী নিয়ে গ্রিন জোন গুলিতে বাস চালাতে নারাজ বাস মালিকরা

By Bangla Hunt Desk - April 30, 2020

কম যাত্রী নিয়ে বাস চালালে লোকসান হবে। আয়ের চেয়ে ব্যয়ই বেশি হবে। তাই নিয়ম মেনে গ্রিন জোনে বাস চালাতে নারাজ বাস মালিকরা।

কম যাত্রী নিয়ে বাস চালালে লোকসান হবে। সেই জন্য সরকারি সহযোগিতা ছাড়া কম যাত্রী নিয়ে বাস চালাতে চাইছেন না বাস মালিক সংগঠনগুলি। বাস মালিক সংগঠনগুলোর দাবি সরকার যদি এ ব্যাপারে সহযোগিতা করে তাহলেই বাস চালানো সম্ভব হবে।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেন সামাজিক দূরত্ব মেনে গ্রিন জোন গুলিতে বাস চালানো যাবে। তবে সে ক্ষেত্রে বাসগুলোতে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। কিন্তু বাস মালিক সংগঠনগুলির দাবি এত কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। তাদের দাবি মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ফলে লোকসানের মুখ দেখবেন তারা। সরকার যদি নির্দিষ্ট কোনো পদক্ষেপ নিয়ে ওই লোকসান পুষিয়ে দেয় তবেই নিয়ম মেনে বাস চালানো সম্ভব।

প্রসঙ্গত রাজ্য সরকার জানায় সোমবার থেকে গ্রিন গুলিতে বাস চালু হবে। জেলাগুলির মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে। তবে কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালালে ভাড়া বাড়ানো যাবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন বাস মালিক সংগঠনগুলি। সেই বৈঠক থেকে কোন সূত্র বেরিয়ে আসে কিনা এখন সেটাই দেখার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর