বালুরঘাট ২৭ এপ্রিল; গ্ৰামীন সড়ক যোজনার কাজ নিম্নমানের হচ্ছে এই অভিযোগ তুলে পাকা রাস্তার কাজ আটকে দিলো গ্ৰামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডি ব্লকের কাকশা নয়াপাড়া এলাকায়। এলাকায় চাপা উত্তেজনা।
স্থানিও সুত্রে জানা গেছে কুশুমন্ডি ব্লকের শিবকৃষনপুর থেকে ঢাকঢোল পর্যন্ত ৪ কিমি যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন পর পাকা রাস্তার কাজ কয়েক দিন আগে শুরু হয়। এই রাস্তা তৈরি বাবদ ২ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
এরপরেই স্থানিও বাসিন্দাদের মধ্যে এই রাস্তার কাজ নিয়ে ক্ষোভ দেখা দেয়। নিম্নমানের সামগ্ৰি দিয়ে রাস্তা তৈরির কাজ করার অভিযোগ ওঠে ঠিকাদার রতন সরকার এর বিরুদ্ধে।
এই প্রসঙ্গে স্থানিও এক গ্ৰামবাসী সামিম হোসেন জানান লকডাউন চলাকালীন বাংলা গ্ৰামীন সড়ক যোজনার পাকা রাস্তা তৈরির কাজ বন্ধ ছিলো । এর মধ্যে আমরা হঠাৎ করে দেখতে পেলাম বন্ধ থাকা কাজ আবার নতুন করে শুরু করে দিয়েছে ঠিকাদার সংস্থা। অন্তত নিম্নমানের সামগ্ৰী দিয়ে এই কাজ করা হচ্ছে। পাশাপাশি নিম্নমানের কাজের পাশাপাশি রাস্তা তৈরিতে পিচ কম দেওয়ার ফলে হাটা চলা করলেই পাকা রাস্তার পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ। বর্ষা এলে তা ফের চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে তিনি অভিযোগ জানান। তাই একপ্রকার বাধ্য হয়ে গ্রামবাসিদের স্বার্থে পাকা রাস্তার কাজ স্থানিও গ্রামবাসিরা বিক্ষোভ সহকারে বন্ধ করে দিতে বাধ্য হয় বলে তার অভিযোগ।
এইপ্রসঙ্গে এলাকার আরেক বাসিন্দা দইলোদ্দিন আহাম্মেদ জানান সঠিক পরিমানে রাস্তা নির্মানের সামগ্রী দিয়ে রাস্তায় কাজ যদি না হয়ে বাংলা গ্ৰামিন সড়োক যোযনা কাজ বন্ধ থাকবে। তার আরও অভিযোগ এমনকি এর আগেই নিম্নমানের কাজ চলছে তার খবর পেয়ে স্থানিও ব্লক প্রশাসন ও সরকারের তরফে লোকজন শ্রীকৃষ্ণপুর ও কাকসা নয়াপাড়া এলাকায় আসেন। বাংলা গ্ৰামীন সড়ক যোজনার আধিকারিক,তিনি পাকা রাস্তার কাজ খতিয়ে দেখে তিনি জানান এই পাকা রাস্তায় পিচ এর পরিমাণ খুব কম দেওয়া হয়েছে।, তাই ক্ষুদ্ধ গ্ৰামবাসিরা নিম্নমানের তৈরি রাস্তার কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। এই বিষেয় এলাকার বাসিন্দা রাজু ইসলাম তিনি জানান একটা হাই স্কুল ও অঙ্গনারী কেন্দ্র রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে তাই রাস্তার উপর নির্ভর প্রত্যহ হাজার এর উপর গ্রামবাসী। তাই এই রাস্তা সঠিক জিনিস দিয়ে কাজ হচ্ছে না সাথে পিচ কম দেবার অভিযোগ তুলে বিক্ষোভ ।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!