লকডাউনের মধ্যেই জমকালো বিয়ে কুমারস্বামীর ছেলের! বিতর্কে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী - Bangla Hunt

লকডাউনের মধ্যেই জমকালো বিয়ে কুমারস্বামীর ছেলের! বিতর্কে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - April 17, 2020

দেশজুড়ে লকডাউনের মধ্যেই চার হাত এক হলো। আতঙ্কের মধ্যে বাজলো সানাই। শুনতে অবাক লাগলোও এটাই সত্যি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ছেলে নিখিল। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। লকডাউনের মত আতঙ্কের আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ছেলে কিভাবে বিয়ের আয়োজন করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

তবে লকডাউনের নিয়মে নেই নাকি বিয়ে হয়েছে এমনটাই দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বেঙ্গালুরু থেকে ৫০ কিলোমিটার দূরে রামানাগারার একটি ফার্ম হাউসে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া নাতি তথা অভিনেতা নিখিল বিয়ে করেছেন কর্নাটকের প্রবীণ কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার নাতনি রেভাথিকে।

সূত্রের খবর এই বিবাহের অনুষ্ঠানে ৭৫ জনকে আমন্ত্রিত করা হয়। আমন্ত্রিত ব্যক্তিদের সকলকেই মাক্স পড়ে আসতে বলা হয়। অনুষ্ঠান বাড়িতে একটি মেডিকেল টিমও রাখা হয়। আমন্ত্রিত অতিথিরা সকলে মেডিকেল পরীক্ষার করিয়েই সেই বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন । জানা গেছে বিবাহ চলাকালীন পুরো ফার্ম হাউসটি বারবার স্যানিটাইজেশান করা হয়।

কুমারস্বামী জানান অনেক আগে থেকেই বিয়ের দিনক্ষণ স্থির হয়ে যাওয়ায় তা পরিবর্তন করা সম্ভব হয়নি। তাই খুবই সামান্য আয়োজন করা হয়েছে বিয়েতে। কয়েকজন আত্মীয়কে নিয়েই এই অনুষ্ঠান করা হয় এবং লকডাউনের সমস্ত নিয়ম মেনে বিয়ে হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর