লকডাউনে গরীব দুঃস্থদের পাশে সাংসদ অর্পিতা ঘোষ! তুলে দিলেন চাল-ডাল, আলু - Bangla Hunt

লকডাউনে গরীব দুঃস্থদের পাশে সাংসদ অর্পিতা ঘোষ! তুলে দিলেন চাল-ডাল, আলু

By Bangla Hunt Desk - April 16, 2020

বালুরঘাট ১৬ এপ্রিল ; করোনা নিয়ে চলা লকডাউনের জেরে দক্ষিন দিনাজপুর জেলার তপনের বেশ কিছু অঞ্চলের দিন আনা দিন খাওয়া মানুষজনদের পাশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সাহায্য নিয়ে দাড়ালো দক্ষিন দিনাজপুর জেলা তৃনমুল কংগ্রেস।

আজ দুপুরে জেলা তৃনমুল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের উপস্থিতিতে ও উদ্যোগে এই ত্রান বিলি করা হয়। লকডাউন চলায় এই সব এলাকার বেশিরভাগ মানুষ তাদের রুটি রুজি হারিয়ে ঘরে অসহায় ভাবে বসে রয়েছেন।

জেলার তপন ব্লক এমনিতেই পিছিয়ে পড়া বলে পরিচিত। মুলত আদিবাসি অধ্যুষিত এলাকা। এমনিতেই শিল্প বিহীন এই জেলার অনান্য ব্লকের মত তপনের বিভিন্ন এলাকার মানুষজন কৃষি ও অনান্য ডেলি লেবারের উপরেই কোনরকমে দিন গুজরান করেন। কিন্তু আচমকা লকডাউন শুরু হয়ে যাওয়ায় কোন কাজ এখন আপাতত তাদের নেই বললেই চলে। এমত অবস্থায় তাদের পরিবার পরিজন নিয়ে দিন গুজরান করাই দায় হয়ে পড়ে ছিল।

সেদিক দিয়ে আজ জেলা তৃনমুলের তরফে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কিছুটা হলেও তাদের ও তাদের পরিবার পরিজনদের মুখে হাসি ফুটেছে।

চাল ডাল ও অনান্য খাদ্য সামগ্রী বিলির অনুষ্ঠানে জেলা তৃনমুলের সভাপতি অর্পিতা ঘোষের উপস্থিতি ছাড়াও তপনের বিধায়ক তথা উত্তরবংগ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা ও গংগারামপুরের বিধায়ক গৌতম দাস ছাড়াও জেলা তৃনমুলের কার্যকরি সভাপতি দেবাশিষ মজুমদার উপস্থিত থেকে অসহায় মানুষদের মধ্যে ত্রান সামগ্রী তুলে দেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর