গরীব দুঃস্থদের দিকে সাহায্য হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা "অলওয়েজ স্মাইল" - Bangla Hunt

গরীব দুঃস্থদের দিকে সাহায্য হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা “অলওয়েজ স্মাইল”

By Bangla Hunt Desk - April 15, 2020

নিজস্ব সংবাদদাতা,মালদা; দেশজুড়ে চলছে লকডাউন তার মধ্যে আজ বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। এই পরিস্থিতিতে দুঃস্থ ও দরিদ্র পরিবারের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অলওয়েজ স্মাইল ( always smile) নামে এক সেচ্ছাসেবী সংগঠন।

মালদা জেলার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চল বুলবুলচন্ডী অঞ্চল সহ হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় এই সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় গরীব দরিদ্র পরিবারের মানুষের হাতে চাল,ডাল,আলু সব্জি ও সাবান সহ বিভিন্ন সামগ্রিক তুলেদিলেন সংগঠনের সদস্যরা।

সকাল থেকে সংগঠনে সদস্যরা বুলবুলচন্ডী অঞ্চলের কচু পুকুর গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে খাদ্য সামগ্রিক বিতরণ করেন। সংগঠনের পক্ষ থেকে বিক্রম দাস বলেন লকডাউনে জেরে গরিব মানুষগুলো ঠিকমতো খাবার পাচ্ছে না, তাই আমরা আজ গরীব-দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করছি। এছাড়াও বিভিন্ন জায়গায় ভবঘুরে মানুষের হাতে খাবার তুলে দিচ্ছি এবং সাধারণ মানুষকে সচেতন করছি। তাদেরকে আমরা বলছি ঘরে থাকুন, অযথা আতঙ্কিত হবেনা। আমরা আপনাদের পাশে আছি। কোন অসুবিধে নেই। সংগঠনের তরফে আরো বলা হয় লকডাউন মেনে চলুন, বিনা কারনে বাড়ি থেকে বাইরে বেরোবেন না। সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলেন সংগঠনের সদস্যরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর