নিরাপত্তারক্ষীর গলায় ছুরি ধরে ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা দুস্কৃতীদের - Bangla Hunt

নিরাপত্তারক্ষীর গলায় ছুরি ধরে ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা দুস্কৃতীদের

By Bangla Hunt Desk - April 15, 2020

ইসলামপুর ১৫ এপ্রিল: লকডাউন চলার সুযোগ নিয়ে নিরাপত্তারক্ষীর গলায় ছুরি ধরে ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা দুস্কৃতীদের। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাস টার্মিনাস এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর শহরে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাইকে চারজনের একটি দুস্কৃতীদল কে ইসলামপুর শহরের বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় থাকা একটি শপিং মলের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রথমে তারা শপিং মলে লুট করতে যায়, সেখানে সুযোগ না পেয়ে পাশে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম এ ঢুকে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর গলায় ছুরি ধরে। প্রথমেই এটিএম এর সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে দুস্কৃতীরা। চেষ্টা করে এটিএম ভাঙার। এটিএম এ কিছু ভেঙে ফেলার শব্দ পান রাস্তায় প্রহরারত শপিংমলের এক ব্যক্তি। ওই ব্যক্তির চিৎকার শুনে শপিং মলের কর্মীরা দ্রুত খবর দেন ইসলামপুর থানার পুলিশকে। এদিকে লোকজনের চিৎকার চেঁচামেচিতে রনে ভঙ্গ দেয় দুস্কৃতীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ দুস্কৃতীদের পিছু ধাওয়া করলে দুস্কৃতীরা পালিয়ে গেলেও একটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। বেসরকারি ব্যাঙ্কের এটিএম এর ওই কর্তব্যরত নিরাপত্তারক্ষী ইরশাদ আলম বলেন, দুস্কৃতীরা তার গলায় ধারালো ছুড়ি ধরে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে পরে এটিএম ভাঙার চেষ্টা করে। এটিএম ভাঙার আওয়াজেই বাইরে থাকা এক ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করলে দুস্কৃতীরা চম্পট দেয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর