বাংলায় করোনায় মৃত আরো দুই অভিযোগ! তবুও মৃতের সংখ্যা বাড়ায়নি রাজ্য - Bangla Hunt

বাংলায় করোনায় মৃত আরো দুই অভিযোগ! তবুও মৃতের সংখ্যা বাড়ায়নি রাজ্য

By Bangla Hunt Desk - April 14, 2020

রাজ্যে গত দুই দিনে ২ জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই করোনা পজিটিভ বলে দাবি করা হচ্ছে। কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আগে মৃতের সংখ্যা যা ছিল তাই আছে। ফলে তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার রাতে বেলেঘাটা আইডিতে ৬৩ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়, পাশাপাশি মঙ্গলবার মেডিকেল কলেজে বরানগরের বাসিন্দা ৬২ বছরের এক বৃদ্ধার মৃত্যুর হয়। মৃত্যুর পর দুজনেরই রিপোর্টেই করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে দাবি।

এদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এরা দুজনেই পুরনো জটিল রোগে ভুগছিলেন। দুজনেই পুরনো রোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তখন তাদের শরীরে কোনো করোনা সংক্রমণ ছিলনা। তাই রাজ্য সরকার নিযুক্ত চিকিৎসক কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন যে মৃত ব্যক্তিদের আদৌ করোনা পজেটিভ ছিল কিনা। তারপর এই রিপোর্ট দেবেন তারা।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২০। গত সোমবার সংখ্যা ছিল ১১০। আর মৃতের সংখ্যা ৭, গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বাড়েনি, যা ছিল তাই আছে।

অন্যদিকে মঙ্গলবার কেন্দ্রীয় রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন। মারা গেছেন ৭ জন।

এতে বোঝাই যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যায় কেন্দ্র ও রাজ্যের রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর