ভারতে দুই প্রজাতির বাদুড়ের শরীরে মিলল করোনা! চাঞ্চল্যকর রিপোর্ট দিলো ICMR - Bangla Hunt

ভারতে দুই প্রজাতির বাদুড়ের শরীরে মিলল করোনা! চাঞ্চল্যকর রিপোর্ট দিলো ICMR

By Bangla Hunt Desk - April 14, 2020

গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে ভুগছে তখন সামনে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। ভারতে দুই প্রজাতির বাদুরের শরীরে মিলেছে করোনাভাইরাস। সম্প্রতি এমনই এক তথ্য জানিয়েছেন আইসিএমআর-এর গবেষকরা।

ভারতে প্রায় ১১৭ প্রজাতির বাদুর দেখা যায়। তার মধ্যে আবার ১০০ টি উপপ্রজাতির সন্ধানও পাওয়া গিয়েছে। এদের মধ্যে বেশ কিছু বাদুড় রোগের জীবাণু বহন করে। এর আগেও বাদুড়ের শরীর থেকে নিপা, ইবোলা, হেনড্রা, মারবার্গ ও জলাতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে।

এদের মধ্যে বেশ কিছু রোগ আবার বিশ্বে মহামারী রূপ নিয়েছে। বিশ্বের বেশ কিছু বিজ্ঞানী ইতিমধ্যে বাদুর কে করোনা ভাইরাসের জীবাণু বহনকারী হিসেবে চিহ্নিত করেছে।

গত ১৩ এপ্রিল ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, ‘বাদুড়ের দেহে করোনাভাইরাসের সন্ধান করতে আমরা ২০১৮ ও ২০১৯ সালে পি. মেডিয়াস ও রুসেটাস প্রজাতির বাদুড়দের বেছে নিই ভারতের বিভিন্ন রাজ্য থেকে।

জানা গিয়েচে, কেরালা, কর্নাটক, চণ্ডীগড়, গুজরাট, ওডিশা, পঞ্জাব ও তেলাঙ্গনা থেকে Pteropus spp. প্রজাতির বাদুড়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করে দেখা যায়, বাদুড়ের দেহ থেকে সংগহীত সোয়্যাবে ৯৩.৬৯% থেকে ৯৩.৯০% করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
দেখা গেছে দুই প্রজাতির বাদুড় মিলিয়ে প্রায় ২৫ টি বাদুড়ের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের উপস্থিতি।

অন্যদিকে চীনের উনান শহরের গুহায় থাকা বাদুরের শরীরেও নাকি করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর