মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী - Bangla Hunt

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

By Bangla Hunt Desk - April 13, 2020

দেশেজুড়ে করোনা আতঙ্কের জেরে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আর আগামী মঙ্গলবারই শেষ হচ্ছে ২১ দিনের লকডাউনের সময়। কিন্তু দেশজুড়ে দিন দিন করোনার সংক্রমনের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আরো আগামী দুই সপ্তাহ লকডাউন ঘোষণা করতে পারে প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই অনেকগুলি রাজ্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাদের রাজ্যে লকডাউন ঘোষণা করেছেন। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর ভাষণে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এর সময়সীমা বাড়াতে পারেন প্রধানমন্ত্রী।

গত শনিবারই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি ও মতামত জানতে চান প্রধানমন্ত্রী। সূত্রের খবর সেই বৈঠকে অনেকগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানান। আর সেখান থেকেই জানা গিয়েছে বাড়তে চলেছে লকডাউনের সময়সীমা। প্রধানমন্ত্রী জানিয়েছেন জীবিকার সাথে জীবনও অনেক গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কেন্দ্রে তরফে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর