তাড়াহুড়ো করে লকডাউন তুলে নিলে পরিস্থিতি হবে ভয়াবহ! জানালো WHO - Bangla Hunt

তাড়াহুড়ো করে লকডাউন তুলে নিলে পরিস্থিতি হবে ভয়াবহ! জানালো WHO

By Bangla Hunt Desk - April 11, 2020

বিশ্বে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে তাড়াহুড়ো করে লকডাউন তোলা উচিত নয়। এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ভাইরাসটি পুনরায় ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতে পারে। WHO জানিয়েছে লকডাউন তুলতে হলে, তা ধীরে ধীরে তুলতে হবে।

শনিবার একটি বিবৃতিতে WHO কর্তা জানিয়েছেন করোনা আক্রান্ত দেশগুলির তাড়াতাড়ি লকডাউন তোলা উচিত নয়। তার মতে গত সপ্তাহে ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে আশাপ্রদ খবর এসেছে। ইতালি জার্মানি ফ্রান্স স্পেনের মতো দেশ গুলি থেকে ভালো সংবাদ আসছে বলে জানিয়েছে WHO কর্তা। WHO এর তরফে জানানো হয়েছে তাড়াহুড়ো করে লকডাউন তুললে পরিস্থিতি আগের মতোই জোরালো হয়ে উঠতে পারে।

উল্লেখ্য করোনার জেরে বিশ্বের বহু দেশে সম্পূর্ণরূপে লকডাউন চলছে। কোন কোন দেশ বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বিশ্বজুড়ে এই লকডাউনের ফলে কোটি কোটি মানুষ চাকরি খাওয়াতে পারেন। আমাদের দেশ ভারতবর্ষ ও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সরকারি কোষাগারে টান ধরেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সতর্কবার্তা, গোটা বিশ্ব ২০০৯ সালের থেকেও ভয়াবহ আর্থিক মন্দার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে মন্দার প্রভাব কাটাতে লকডাউন তুলে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বহু দেশ। আর সেইসব দেশগুলোকেই সতর্ক করলো WHO।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর