BREAKING: ১৪ই এপ্রিলের পরেও লকডাউন বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর - Bangla Hunt

BREAKING: ১৪ই এপ্রিলের পরেও লকডাউন বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

By Bangla Hunt Desk - April 08, 2020

ভারতে দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আগামী ১৪ই এপ্রিলের পরেও লকডাউন বাড়বে বলে ইঙ্গিত। বিভিন্ন রাজনৈতিক দলগুলোও লকডাউন বাড়ানোর পক্ষেই সায় দিয়েছেন। এবার সে কথাই বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার করোনাভাইরাস মোকাবেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সর্বদলীয় বৈঠকেই প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে ইঙ্গিত দেন। তিনি বলেন আগামী ১৪ই এপ্রিল হয়তো লকডাউন তোলা সম্ভব নয়। তবে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য করোনাভাইরাস রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে বেশ কয়েকটি রাজ্য। তবে গোটা পরিস্থিতি বিবেচনা করে দেখেই দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর।

সূত্রের খবর পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী এদিন বিরোধী নেতাদের স্পষ্ট জানান “এই পরিস্থিতিতে আদৌ লকডাউন প্রত্যাহার করা সম্ভব নয় এবং তার যুক্তিসঙ্গতও হবে না। বিরোধী নেতাদের তিনি জানিয়েছেন এ বিষয়ে অবিলম্বে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

২৫ শে মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে এই লকডাউন। আগামী তিন সপ্তাহ অর্থাৎ ১৪ই এপ্রিল পর্যন্ত এই লকডাউন শেষ হওয়ার কথা। মেয়াদ শেষে হলে পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এখন ভারতে যে হারে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে তাতে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো উচিত। কারণ করোনা সংক্রমণ রুখতে এই লকডাউনই হলো একমাত্র পথ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর