রেশন দুর্নীতি! সাধারণ মানুষকে রেশন কম দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন রেশন দোকান মালিক - Bangla Hunt

রেশন দুর্নীতি! সাধারণ মানুষকে রেশন কম দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন রেশন দোকান মালিক

By Bangla Hunt Desk - April 04, 2020

মালদা ও বালুরঘাট ৪ এপ্রিল ; রেশন দোকান থেকে গরিব মানুষদের চাল গম কম দেওয়া হচ্ছিল। এই অভিযোগে মালদায় এক রেশন দোকান মালিককে আজ গ্রেফতার যেমন করে মালদা জেলা প্রশাসন। তেমনি একই অভিযোগে দক্ষিন দিনাজপুর জেলায় ৪ রেশন ডিলারের লাইসেন্স বাতিল করে দেয় দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন।

রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন লকডাউনের জন্য প্রচুর মানুষ ঘর বন্দী। কাজ নেই অর্থ নেই। এই সময় গরিব মানুষ যেন অভুক্ত না থাকে তাই সরকারি ন্যায্য মূল্যের রেশনের দোকান থেকে ১ এপ্রিল থেকে সম্পূর্ণ বিনা মূল্যে চাল, গম, আটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্য জুড়ে চাল, গম, আটা বিলি করা হচ্ছে। কিন্তু কিছু অসাধু রেশন দোকান মালিক গরিব মানুষদের খাদ্যদ্রব্য পরিমাণে কম দিচ্ছে বলে দুই জেলার বিভিন্ন প্রান্তেই অভিযোগ উঠতে থাকে।

পুলিশ সুত্রে জানা গেছে মালদা জেলার গাজোল ব্লকের মশাল দিঘি গ্রামে রেশন দোকানদার আনন্দ বিশ্বাসের দীর্ঘ দিন ধরে চাল গম কম দিচ্ছিলেন। লকডাউনের মধ্যে এমনিতে মানুষ চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে চাল গম কম দেওয়াতে মানুষ আরো উত্তেজিত হয়ে ওঠে। শনিবার মশাল দিঘি গ্রামের প্রয় ৩০০ মানুষ আনন্দ বিশ্বাসের রেশনের দোকান ঘেরাত্ত করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যেতে থাকে গাজোল থানা থেকে পুলিশ গিয়ে দোকান মালিক কে গ্রেফতার করে। মহকুমা খাদ্য নিয়ামক স্বপ্নময় চৌধুরী খবর পেয়ে ঘটনা স্থলে গেলে তাকেও ঘেরাও করে রাখা হয় বলে জানা গেছে। গ্রামবাসীদের দাবী অবিলম্বে দোকান মালিকের লাইসেন্স বাতিল কড়তে হবে। দীর্ঘ সময় ঘেরাত্ত থাকার পর খাদ্য নিয়ামক আশ্বাস দেন সাত দিনের মধ্যে ঐ দোকান মালিকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। এই আশ্বাস পেলে গ্রামবাসীরা ঘেরাও তুলে নেন বলে জানা গেছে।

অপরদিকে দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডি ও হরিরামপুর ব্লকের চার রেশন ডিলারের একই অভিযোগে ছয়মাসের জন্য লাইসেন্স বাতিল করল গংগারামপুর খাদ্য মহুকুমা নিয়ামক।পাশাপাশি কোন নির্দেশ ছাড়াই গ্রাহকদের কম পরিমান করে কেন খাদ্য দ্রব্য দেওয়া হয়েছে তার জন্য চার ডিলারের বিরুদ্ধে শোকজ চিঠি ধরানো হয়েছে বলে মহুকুমা নিয়ামক দফতর সুত্রে জানা গেছে। বংশীহারি থানার এলাহাবাদ পঞ্চায়েতের নপাড়া গ্রামে রেশন দোকানদার কম জিনিষ দেওয়া নিয়ে আজ সেখানে গ্রামবাসিদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা দোকান ভাংগচুড় চালায় বলে জানা গেছে।খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে বংশীহারি থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর