দিল্লির নিজামুদ্দিনের ঘটনায় কাঁকিনাড়া থেকে উদ্ধার ১০ ধর্মপ্রচারক - Bangla Hunt

দিল্লির নিজামুদ্দিনের ঘটনায় কাঁকিনাড়া থেকে উদ্ধার ১০ ধর্মপ্রচারক

By Bangla Hunt Desk - April 02, 2020

দিল্লীর নিজামউদ্দিনের ঘটনায় এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁকিনাড়া অঞ্চল থেকে ১০ জনকে উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। সূত্রের খবর এরা সকলেই দিল্লির নিজামুদ্দিন এর ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। এদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর সেখান থেকে পাঠানো হয় নিউটনের হজ হাউসে। সেখানেই তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন।

এদিকে দিল্লী নিজামউদ্দিনের ঘটনায় মোট ৭৬ জন ফিরে এসেছে রাজ্যে। তাদের মধ্যে ৫৪ জনকে চিহ্নিত করা হলেও বাকিদের খোঁজ চলছে। রাজ্য প্রশাসনের তরফে এই ৫৪ জনের সকলকেই রাখা হয়েছে নিউ টাউনে হজ হাউসে। পাশাপাশি তাদের সংস্পর্শে কারা কারা এসেছেন পুলিশ তাদের খোঁজ করছে। সংক্রামক যাতে না ছড়ায় তার জন্য ২১৫ জনকে নিউটনের হজ হাউসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। বাকিরা যাতে নিজে থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সেই আহ্বান করেন মুখ্যমন্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর