বিনা কারণে রাস্তায় বেরোলেই গ্রেফতার। বার্তা পুলিশ কমিশনার অনুজ শর্মার - Bangla Hunt

বিনা কারণে রাস্তায় বেরোলেই গ্রেফতার। বার্তা পুলিশ কমিশনার অনুজ শর্মার

By Bangla Hunt Desk - April 02, 2020

লকডাউন কে উপেক্ষা করেই বহু মানুষ বিনা কারনেই রাস্তায় নামছেন। অযথা বিনা কারণে এদিক ওদিক ঘুরাঘুরি করছেন, আড্ডা মারছেন। বারবার অনুরোধ সত্বেও তারা পুলিশের কোন কথা শুনছে না। এবার তাদের উদ্দেশ্যেই ফের একবার কড়া বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।

লকডাউনে সমস্ত পরিষেবা বন্ধ থাকলেও চালু রয়েছে জরুরী পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা। কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যেই চালু করেছে বিশেষ ই-পাস। অভিযোগ এই ই-পাস গাড়িতে লাগিয়ে বিনা কারণে রাস্তায় বেরিয়ে পড়ছেন অনেক লোক। আর এই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ।

এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিনা কারণে রাস্তায় পেলেই গ্রেফতার করা হবে। এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৫ – ১৮৮ ধারায় মামলা রুজু করা হবে।

মঙ্গলবারই শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। মঙ্গলবার সকালে প্রথমে তিনি হাজরা মোড়ে যান, সেখান থেকে গড়িয়াহাট হয়ে পার্ক সার্কাস। তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান করোনা মোকাবিলায় মানুষকে আরো সচেতন হতে হবে। কোন জায়গায় ভিড় থাকলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। সংক্রমণ রুখতে চলবে মাইকিং। চলবে নাকা চেকিং।

কলকাতা পুলিশ সূত্রে খবর বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৬৯৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর