

বালুরঘাট ২ এপ্রিল; দিল্লি নিজাম ফেরত রাজ্যের ১০০-র উপরে সংখ্যালঘু ধর্মালম্বীদের মধ্যে দক্ষিন দিনাজপুরের ৪ জনকে এখনও শনাক্ত করতে পেরেছে জেলা প্রশাসন। এর পাশাপাশি আর কেউ গেছিল কিনা তা তন্ন তন্ন করে খতিয়ে দেখছে জেলা প্রশাসন। স্বাভাবিক ভাবেই এই ঘটনা জানাজানি হতেই চঞ্চল্য ছড়িয়েছে জেলায়। জেলার বাসিন্দাদের অভিযোগ এমনিতেই প্রশাসনের ঢিলে ঢালা মনোভাবের জন্য লকডাউনের গুরুত্ব না বুঝে অনেকেই সামাজিক দুরত্ব বজায় না রেখেই মেলা মেশ চালাচ্ছে।তার উপর একদম সটান দিল্লি থেকে এসব রোগ নিয়ে জেলায় ফেরে তাহলে এর দায় কে নেবে।
প্রশাসনিক সুত্রে জানা গেছে দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের ৪ জন। বুধবার ওই ৪ জনকে খুজে বের করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। তাদের ৪জনকে ও তাদের পরিবারকে বিশেষ নজরদারির মধ্যে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লির নিজামউদ্দিনে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দেশ ও দেশের বাইরের থেকে প্রায় দেড় হাজার লোকের জমায়েত হয়েছিল। ওই ধর্মীয় অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। এরপর থেকে গোটা দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওই অনুষ্ঠানে কারা যোগ দিয়েছিলেন ঠিক তালিকা তৈরীর প্রক্রিয়া শুরু হয়েছিল। পশ্চিমবাংলার ৭৩ জন ওই সভায় যোগ দিয়েছিলেন বলে এখনও পর্যন্ত জানা গেছে।যদিও অসমর্থিত সুত্রে দিল্লি ফেরত লোকের সংখ্যা একশর উপর বলে স্থানিও ওই ধর্মালম্বী দলের সুত্রে জানা গেছে। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর এর চারজন রয়েছেন। তাদের বাড়ি কুমারগঞ্জ,হিলিতে বলে জানা গেছে। ওই চার জনকে সনাক্ত করার পরে, এদিন তাদের ও তাদের পরিবারকে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের সংস্পর্শে কারা কারা এসেছিল সেই তথ্যও জোগাড় করতে নেমেছে জেলা প্রশাসন।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, দক্ষিণ দিনাজপুরের চারজন দিল্লী নিজাম উদ্দিনের ওই ধর্মীয় সভায় ছিলেন। বেশ কয়েকদিন আগেই তারা জেলায় ফিরেছেন। তাদের সনাক্ত করন করা হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, নিজামুদ্দিনের ধর্মীয় যোগ দিয়েছিলেন যারা, তাদের বিশেষ নজর দারির মধ্যে রাখা হয়েছে। ওই চারজন ও তাদের পরিবারকেও কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স