বালুরঘাট ২ এপ্রিল; দিল্লি নিজাম ফেরত রাজ্যের ১০০-র উপরে সংখ্যালঘু ধর্মালম্বীদের মধ্যে দক্ষিন দিনাজপুরের ৪ জনকে এখনও শনাক্ত করতে পেরেছে জেলা প্রশাসন। এর পাশাপাশি আর কেউ গেছিল কিনা তা তন্ন তন্ন করে খতিয়ে দেখছে জেলা প্রশাসন। স্বাভাবিক ভাবেই এই ঘটনা জানাজানি হতেই চঞ্চল্য ছড়িয়েছে জেলায়। জেলার বাসিন্দাদের অভিযোগ এমনিতেই প্রশাসনের ঢিলে ঢালা মনোভাবের জন্য লকডাউনের গুরুত্ব না বুঝে অনেকেই সামাজিক দুরত্ব বজায় না রেখেই মেলা মেশ চালাচ্ছে।তার উপর একদম সটান দিল্লি থেকে এসব রোগ নিয়ে জেলায় ফেরে তাহলে এর দায় কে নেবে।
প্রশাসনিক সুত্রে জানা গেছে দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের ৪ জন। বুধবার ওই ৪ জনকে খুজে বের করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। তাদের ৪জনকে ও তাদের পরিবারকে বিশেষ নজরদারির মধ্যে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লির নিজামউদ্দিনে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দেশ ও দেশের বাইরের থেকে প্রায় দেড় হাজার লোকের জমায়েত হয়েছিল। ওই ধর্মীয় অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। এরপর থেকে গোটা দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওই অনুষ্ঠানে কারা যোগ দিয়েছিলেন ঠিক তালিকা তৈরীর প্রক্রিয়া শুরু হয়েছিল। পশ্চিমবাংলার ৭৩ জন ওই সভায় যোগ দিয়েছিলেন বলে এখনও পর্যন্ত জানা গেছে।যদিও অসমর্থিত সুত্রে দিল্লি ফেরত লোকের সংখ্যা একশর উপর বলে স্থানিও ওই ধর্মালম্বী দলের সুত্রে জানা গেছে। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর এর চারজন রয়েছেন। তাদের বাড়ি কুমারগঞ্জ,হিলিতে বলে জানা গেছে। ওই চার জনকে সনাক্ত করার পরে, এদিন তাদের ও তাদের পরিবারকে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের সংস্পর্শে কারা কারা এসেছিল সেই তথ্যও জোগাড় করতে নেমেছে জেলা প্রশাসন।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, দক্ষিণ দিনাজপুরের চারজন দিল্লী নিজাম উদ্দিনের ওই ধর্মীয় সভায় ছিলেন। বেশ কয়েকদিন আগেই তারা জেলায় ফিরেছেন। তাদের সনাক্ত করন করা হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, নিজামুদ্দিনের ধর্মীয় যোগ দিয়েছিলেন যারা, তাদের বিশেষ নজর দারির মধ্যে রাখা হয়েছে। ওই চারজন ও তাদের পরিবারকেও কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!