“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়” - Bangla Hunt

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

By Bangla Hunt Desk - January 19, 2026

যৌনতা কেবল শরীরী সম্পর্ক নয়—এ এক গভীর অনুভূতি, দু’জন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্ত। পারস্পরিক বোঝাপড়া, স্বাচ্ছন্দ্য আর আবেগ মিলেমিশে এই সম্পর্ককে পূর্ণতা দেয়। কিন্তু অজান্তেই কিছু ভুল অভ্যাস সেই মুহূর্তের ছন্দ নষ্ট করতে পারে। সমীক্ষা ও বিশেষজ্ঞদের মতে, শারীরিক মিলনকে আরও তৃপ্তিদায়ক করে তুলতে কিছু কাজ আগেভাগেই এড়িয়ে চলাই শ্রেয়। না হলে হিতে বিপরীত হতে পারে।

যৌনজীবন সুখকর রাখতে মিলনের আগে যে ৩টি ভুল কখনও করবেন না—

১) মদ্যপান করা

অনেকেই ভাবেন, মদ্যপান করলে আবেগ আরও উজ্জীবিত হয়। কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। যৌনতার আগে অতিরিক্ত মদ্যপান করলে স্নায়ুতন্ত্র শিথিল হয়ে পড়ে। ফলে শরীর ও মনের অনুভূতি ঠিকমতো কাজ করে না। নেশাগ্রস্ত অবস্থায় যৌনতার প্রকৃত আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়—বলছেন বিশেষজ্ঞরা।

২) ভারী খাবার খাওয়া

শারীরিক মিলনের ঠিক আগে পেট ভরে খাওয়াও এক বড় ভুল। ভারী খাবার হজম করতে শরীরের অতিরিক্ত শক্তি ব্যয় হয়, যার প্রভাব পড়ে যৌন উদ্দীপনায়। বদলে হালকা খাবার—যেমন স্যুপ বা সামান্য ডার্ক চকোলেট খেতে পারেন। চকোলেটে থাকা উপাদান সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ায়, যা মেজাজ ও উত্তেজনা দু’টোই বাড়াতে সাহায্য করে।

৩) স্নান না করা

পরিচ্ছন্নতা এখানে অত্যন্ত জরুরি। শারীরিক ঘনিষ্ঠতার আগে স্নান না করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)-এর মতো সমস্যার আশঙ্কা থাকে। তাই মিলনের আগে নিজেকে পরিষ্কার ও সতেজ রাখা শুধু সৌন্দর্যের নয়, স্বাস্থ্যেরও প্রয়োজন।


ছোট ছোট অভ্যাসেই নির্ভর করে বড় সুখ।
শরীর ও মনের যত্ন নিলে তবেই সম্পর্ক হয়ে ওঠে আরও গভীর ও আনন্দময়—মত বিশেষজ্ঞদের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর