চাল, আলু বিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, রণক্ষেত্র গোটা এলাকা - Bangla Hunt

চাল, আলু বিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, রণক্ষেত্র গোটা এলাকা

By Bangla Hunt Desk - March 30, 2020

বালুরঘাট ৩০ মার্চ ; চাল-আলু বিলি নিয়ে বালুরঘাটে লক ডাউন ভেঙে, থানা ঘেরাও করে,বাড়ি ফেরার পথে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে রনক্ষেত্র রবীন্দ্রনগর। সংঘর্ষে আহত বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি একজন। সংঘর্ষের খবর পাওয়ার পর বালুরঘাট থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌছলে, ঘটনাস্থল থেকে সবই পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের কাউকেই ধরতে পারেনি পুলিশ। যাদিও বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ পুলিশ ইচ্ছে করেই দেরী করে পৌছেছে।

স্থানিয় বাসিন্দাদের অভিযোগ রবীন্দ্রনগরের ক্ষুদ্ধ বাসিন্দারা যখন থানাতে বিক্ষোভ সেরে ফিরছিল সেই সময় বিক্ষোভকারীদের উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন শাসক দল আশ্রিত দুষ্কৃতি। এরপরেই দুই পক্ষের মধ্যে তুমুল গন্ডগোল বাঁধে। মারামারিতে মাথা ফেটে রক্তাক্ত হন গোপাল নট্ট নামে এলাকার এক বাসিন্দা । ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন যুবক। এদিন বিকেলে এই ঘটনাকে ঘিরে কার্যত রনক্ষেত্রের চেহারা নেয় শহরের ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকা। ঘটনার খবর পেয়ে এলাকায় বিরাট পুলিশ বাহিনী পৌঁছালেও কাউকেই গ্রেপ্তার করতে করতে পারেনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর