এখনই লকডাউনের মেয়াদ বাড়ানোর কোন পরিকল্পনা নেই, জানাল কেন্দ্র - Bangla Hunt

এখনই লকডাউনের মেয়াদ বাড়ানোর কোন পরিকল্পনা নেই, জানাল কেন্দ্র

By Bangla Hunt Desk - March 30, 2020

করোনাভাইরাস রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন। কিন্তু দেশে যেভাবে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে লকডাউন এর সময়সীমা আরো বাড়তে পারে বলে জল্পনা চলছে।

কিন্তু সোমবারই এই সব জল্পনা খারিজ করে দিলেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীভ গৌবা। তিনি বলেন আপাতত লকডাউন বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে পরিস্থিতি বিবেচনা করে, পরে সিদ্ধান্ত বদলাতে পারে।

এমনিতেই লকডাউনের বেহাল সারা দেশের অবস্থা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পরেছে হাজার হাজার শ্রমিক। বাড়ির মালিক উৎপাত শুরু করায়, বাড়ি ফেরার আশায় ২০০ কিলোমিটার হেঁটে মৃত্যু হয়েছে ডেলিভারি এজেন্টের। সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে,দিন আনা দিন খাওয়া শ্রমিকদের বেহাল দশা।

করোনা নিয়ে ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থা। তারপরে লকডাউন এর সময়সীমা যদি আরো বাড়ানো হয় তাহলে গরীব মানুষগুলো অনাহারে মরবে এমনই আশঙ্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানে বলেছেন যে করোনা মোকাবেলায় দেশে ডাউন জরুরী ছিল। দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্যই এই লকডাউন করা হয়েছে। তবে ওয়াকিবহাল ধারণা পরিবর্তে পরিস্থিতি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর