রাজ্যে ৯ মাসের শিশু কন্যাসহ নতুন করে করোনায় আক্রান্ত ৫, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ - Bangla Hunt

রাজ্যে ৯ মাসের শিশু কন্যাসহ নতুন করে করোনায় আক্রান্ত ৫, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫

By Bangla Hunt Desk - March 27, 2020

বাংলায় এবার একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে একটি ৯ মাসের শিশু কন্যাও রয়েছে বলে জানা গেছে। যা যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের।

রাজ্যে এক ধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। এবার একই পরিবারের ৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একটি ১১ বছরের কিশোর, ৬ বছরের শিশু সহ ৯ মাসের শিশু কন্যাও রয়েছে। সূত্রের খবর তেহট্টের বাসিন্দা এই পরিবার গত ১৬ ডিসেম্বর দিল্লি যান এক আত্মীয়ের বাড়িতে। ইংল্যান্ড ফেরৎ আরেক আত্মীয়ও উপস্থিত ছিল সেই বাড়িতে। ১৭ ই মার্চ ওই প্রবাসী যুবক অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেই যুবকের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। পরিবারের আশঙ্কা সেইখান থেকেই সংক্রমণ ছড়াতে পারে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এখন সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকানো গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর