টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ! হাসিনাকে শুভেচ্ছা জানলেন শি জিনপিং - Bangla Hunt

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ! হাসিনাকে শুভেচ্ছা জানলেন শি জিনপিং

By Bangla Hunt Desk - January 12, 2024

বাংলাহান্ট ডেস্কঃ টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। সব মিলিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। হাসিনার এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি শুভেচ্ছাবার্তায় তুলে ধরেন ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের কথা। ইচ্ছে প্রকাশ করেন এই প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করার।

আরো পড়ুন- চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! হাজার হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মমতার মন্ত্রিসভার

জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন জিনপিং। চিঠিতে চিনের প্রেসিডেন্ট বলেছেন,” দেশের সরকার ও জনগণ ও আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। ওনার জন্য শুভকামনা রইল। চিন ও বাংলাদেশ মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে উভয় দেশ সব সময় একে অপরকে সম্মান করে এসেছে। উভয় পক্ষ পারস্পরিক সুবিধা অর্জন করেছে ও সমানভাবে লাভবান হয়েছে।”

বিশ্লেষকদের মনে করছেন, ফের হাসিনার মসনদে বসার সুযোগ নিয়ে বাংলাদেশে এই প্রকল্পের কাঠামো নির্মাণের চেষ্টা চালাবে কমিউনিস্ট দেশটি। কিন্তু ‘বন্ধু’ ভারতকে পাশে রেখে আগামিদিনে ঢাকা এই প্রকল্প নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে সকলের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর