HS Exam Syllabus: ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল! কবে থেকে চালু হবে নতুন পাঠ্যসূচি? - Bangla Hunt

HS Exam Syllabus: ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল! কবে থেকে চালু হবে নতুন পাঠ্যসূচি?

By Bangla Hunt Desk - January 09, 2024

বাংলাহান্ট ডেস্কঃ ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাসে (HS Exam Syllabus) আসছে বড়সড় বদল। নয়া সিলেবাস সিবিএসই-র ধাঁচে হতে পারে বলে মিলেছে ইঙ্গিত। শুধু তাই নয়, আগামী শিক্ষা বর্ষ থেকেই তা কার্যকর হতে পারে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ। আগামী শনিবার অর্থাৎ 16 ডিসেম্বর এই ইস্যুতে হবে বৈঠক।

বৃহস্পতিবার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘কেন্দ্রীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে নতুন সিলেবাস তৈরি করা হবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিন সংসদের তরফে জানানো হয়েছে, মোট 47টি বিষয়ের পাঠ্য়সূচিতে বদল আনা হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সেই কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন সংসদ সভাপতি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন-  বালুর রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বাংলাদেশে পৌঁছে দিত শাহজাহান

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস শেষবার পরিবর্তন করা হয়েছিল ২০১২-১৩ সালে। এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে রাজ্যের একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম।

সরকারের অনুমতি পেলেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস চালু হবে। সরকার ছাড়পত্র দিলে এবছর মাধ্যমিক পাশ করে যে সকল পড়ুয়া একাদশ শ্রেণিতে উঠবে তাদের নয়া সিলেবাসে পড়াশোনা করতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে অর্থা একাদশ ও দ্বাদশ ক্লাসে ৬০টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে ১৩টি ভোকেশনাল বিষয়। তবে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন হলেও ভোকেশনাল বিষয়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

অন্যদিকে, ২০২৪ সাল থেকে পরিবর্তন আসছে পরীক্ষাব্যবস্থারও। একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়া হবে। নতুন যে পাঠ্যক্রম তৈরি হবে, তা একাদশ ও দ্বাদশ শ্রেণির দুটি করে সেমিস্টারে ভাগ করা হবে। সরকারের সবুজ সংকেত দিলেই ২০২৪ সাল থেকে পরীক্ষাব্যবস্থা ও সিলেবাস নতুন রূপে সেজে উঠতে চলেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর