কি কান্ড! স্বামী অতিরিক্ত ভালোবাসে, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী - Bangla Hunt

কি কান্ড! স্বামী অতিরিক্ত ভালোবাসে, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

By Bangla Hunt Desk - March 06, 2023

আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে কখনোই তাকে বকাঝকা বা ঝগড়াঝাটি তো দূরের কথা টুঁ শব্দটি পর্যন্ত করেন না।

আর এতেই ভীষণ বিরক্ত স্ত্রী! তাই স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আদালতে আবেদন করে বসলেন ওই নারী।

আরো পড়ুন- পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?

এমন ঘটনা ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যে। রাজ্যের সম্বল জেলায় ওই নারীর বাড়ি। তার বিয়ে হয়েছে দেড় বছর আগে।

সংবাদমাধ‌্যমকে ওই নারী বলেন, ‌’তিনি (স্বামী) আমাকে অতিরিক্ত ভালোবাসেন। কখনো ঝগড়া করেন না। আমি ভুল করলেও সব সময় হাসিমুখে ক্ষমা করে দেন। আমি এমন জীবন চাই না। মাঝে মাঝে তর্ক-বিতর্ক করতে চাই। এই অতিরিক্ত ভালোবাসায় আমার দমবন্ধ লাগে। তাই বিচ্ছেদ চেয়েছি।’

আদালত বিবাহবিচ্ছেদের কারণ শোনার পর হতবাক হয়েছেন এবং ওই নারীর পিটিশন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, ওই নারী অবুঝের মতো আচরণ করছেন। কিন্তু তারপরও হাল ছাড়তে নারাজ ওই নারী। পরে স্থানীয় পঞ্চায়েতের শরণাপন্ন হন তিনি। কিন্তু এই উদ্ভট সমস‌্যা সমাধানে অপারগ বলে জানিয়েছে পঞ্চায়েতও।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর