দলের কর্মসূচিতে বিক্ষোভ, দিদির দুত হয়ে গ্রামের ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে উত্তেজনা। দিদির দূত কর্মসূচিতে গ্রামে দেবাংশু ভট্টাচার্য আসার পর উত্তেজনা।‘এলাকার কোনও উন্নয়নই হয়নি, এই অভিযোগে দেবাংশুকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। উপর্যুপরি বিক্ষোভের জেরে এদিন গ্রামেই ঢুকতে পাররেনি তৃণমূলের এই মুখপাত্র। বাধ্য হয়েই এদিন ফিরে আসেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি নিয়ে বাংলার গ্রামে-গ্রামে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নেতারা। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে দলের মুখাপাত্ররা পালা করে করে গ্রামে ঘুরছেন। তবে তৃণমূল নেতাদের এই গ্রাম সফর ঘিরে বাড়ছে উত্তেজনা। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি পালন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে তৃণমূলের নেতাদের।
আরো পড়ুন- সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত হয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়
‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে শুক্রবার রামপুরহাটের মেলেরডাঙা গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়কে। তারই কিছুক্ষণের মধ্যে এই একই কর্মসূচিতে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু রায়। শুক্রবার দুবরাজপুরের দিহিপাড়া গ্রামে ঢুকতেই পারলেন না যুব তৃণমূলের এই নেতা।
‘তৃণমূলের আমলে এলাকায় উন্নয়নের কোনও কাজই হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও রাস্তা, পানীয় জলের বন্দোবস্ত করা যায়নি।’ এই অভিযোগে দেবাংশুকে দেখেই এদিন কার্যত রে-রে করে তেড়ে যেতে দেখা যায় গ্রামবাসীদের। বিক্ষোভকারীদের মধ্যে এদিন তৃণমূলের কর্মীরাও ছিলেন।
গ্রামবাসীদের বিক্ষোভ সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও কার্যত ব্যর্থ হন দেবাংশু। স্থানীয়দের অভাব-অভিযোগের কথা সংশ্লিষ্ট মহলে জানাবেন বলেও আশ্বাস দেন দেবাংশু। তাতেও চিঁড়ে ভেজেনি। দেবাংশুকে গ্রামেই ঢুকতে দেননি বাসিন্দারা। ‘আগে উন্নয়ন হবে তারপর গ্রামে ঢুকবেন’, দিহিপাড়ার বাসিন্দাদের একথা শুনে বাধ্য হয়েই এদিন ফিরে যান দেবাংশু।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!