Shah Rukh Khan: দেশজুড়ে 'পাঠান' বিতর্কের মাঝে অসুস্থ শাহরুখ খান, উদ্বিগ্ন ভক্তরা - Bangla Hunt

Shah Rukh Khan: দেশজুড়ে ‘পাঠান’ বিতর্কের মাঝে অসুস্থ শাহরুখ খান, উদ্বিগ্ন ভক্তরা

By Bangla Hunt Desk - December 18, 2022

বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান নিয়ে দেশজুড়ে নানা বিতর্ক শুরু হয়েছে ৷ ছবিটির প্রথম গান ‘বেশরম রং’য়ের দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি এক শ্রেণির মানুষের। দিনদু’য়েক আগে কলকাতায় এসে এ বিষয়ে যদিও পজিটিভিটির বার্তা দিয়েছিলেন তিনি ৷ এরপর শনিবার 15 মিনিটের জন্য টুইটারে আসেন বলিউডের বাদশা। কথা বলার জন্য ফ্যানেদের উদ্দেশে একটি প্রশ্নোত্তরের সেশন রাখেন। সেখানে এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করে বসেন শাহরুখের খাওয়া-দাওয়া নিয়ে। তখনই নিজের অসুস্থতার কথা জানান শাহরুখ খান (Shah Rukh Khan) । আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অগণিত ভক্তগণ৷

আরো পড়ুন- বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

যদিও একথা জানানোর পরই তিনি উত্তরে লেখেন, সামান্য ভাইরাল জ্বরে আক্রান্ত ৷ তাই কোনও ধরনের বাইরের খাবার খাচ্ছেন না। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন তিনি। এরপরই কোনও ভক্ত কমেন্টে লেখেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন স্যর’ ৷ কেউ লেখেন ‘রাজা সাহেব খেয়াল রাখুন আপনার’ ৷ বিতর্ক নিয়ে কেউ আশ্বাস দিয়ে লিখেছেন, সবকিছুই গৌণ কিন্তু স্বাস্থ্য সবার আগে, আর তা আপনাকেই খেয়াল রাখতে হবে ৷ কোনও ভক্ত আবার লিখেছেন, একসঙ্গে এত কিছু আপনার চলছে ৷ প্রচার ও শ্যুটিংয়ের মধ্যই দয়া করে নিজের যত্ন নিন।” পাশপাশি বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন ফ্যানেরা ৷

 

টুইটারে নিজের অসুস্থতার কথা জানান শাহরুখ খান

 

প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন অনেক ভক্ত। শাহরুখের এই প্রশ্নোত্তর সেশনে (#ASKSRK) ভক্তদের তরফে প্রশ্ন করা হয়, তিনি কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও আর্জেন্তিনার মধ্যে কোন দলকে সাপোর্ট করছেন ৷ অর্থাৎ মেসি না এমবাপে, কার হাতে দেখতে চাইছেন বিশ্বকাপের ট্রফি ৷ তাঁর চটজলদি উত্তরও দিয়েছেন কিং খান ৷ জানিয়েছেন, “হৃদয়জুড়ে মেসি কিন্তু এমবাপের যা পারফরমেন্স তাতে তাঁর পাশেই রয়েছেন তিনি ৷”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর