অরুণাচলে ভারত-চিন সেনার সংঘাত! উত্তপ্ত তাওয়াং সেক্টর - Bangla Hunt

অরুণাচলে ভারত-চিন সেনার সংঘাত! উত্তপ্ত তাওয়াং সেক্টর

By Bangla Hunt Desk - December 13, 2022

বাংলাহান্ট ডিজিটালঃ অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে ভারত-চিনা সেনার সংঘাত। গত ৯ ডিসেম্বর এই সংঘাতের ঘটানা ঘটে। তাওয়াং সেক্টরের ইয়াংসি এলাকায় এই খণ্ডযুদ্ধ বাধে বলে জানা যায়। এই খণ্ডযুদ্ধে দু’পক্ষেরই সেনারা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরো পড়ুন-  ‘এত মেরেছে যে ভালে করে দাঁড়াতে পারছিল না’, খুনের অভিযোগ করল লালনের পরিবার

জানা গিয়েছে, অত্যাধুনিক অস্ত্রসজ্জিত প্রায় ৩০০ জন চিনা সেনা এই হামলা চালায়। কিন্তু তাতেও সুবিধা করে উঠতে পারেনি চিনা সেনারা। ওই সংঘাতে যতজন ভারতীয় জওয়ান আহত হয়েছেন, তার থেকে অনেক বেশি চিনা আহত হয়েছে। চিনা সেনা ভাবতেই পারেনি যে ভারতীয় সেনারা এরকমভাবে প্রস্তুত থাকবে। এই ঘটনায় আহত ছ’জন সেনাকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয় বলে খবর। সংঘাতের পরে দুপক্ষের সেনা আধিকারিকেরা একটা সাময়িক সমঝোতায় আসে বলেও খবর। উপদ্রুত অঞ্চলে দুপক্ষের সেনারাই তীক্ষ্ণ নজর রেখে চলেছে। যাতে নতুন করে হামলার ঘটনা না ঘটে দেখা হচ্ছে তা-ও।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংঘাতের পরে দুপক্ষের সেনা আধিকারিকেরা একটা সাময়িক সমঝোতায় আসে। উপদ্রুত অঞ্চলে দুপক্ষের সেনারাই তীক্ষ্ণ নজর রেখে চলেছে। যাতে নতুন করে হামলার ঘটনা না ঘটে দেখা হচ্ছে তা-ও।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল-মে’তে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতে জড়িয়েছিল ভারত এবং চিন। তারপর ১৪ জুন/১৫ জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হয়েছিল। যে ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতীয় সেনার ২০ জন জওয়ানের। একাধিক রিপোর্ট অনুযায়ী, গালওয়ান সীমান্তে চিনের মৃত্যুর সংখ্যাটা আরও বেশি হয়েছিল। পরবর্তীতে একাধিকবার কূটনৈতিক ও সামরিক পর্যায়ের বৈঠকের পর একাধিক সংঘাতপূর্ণ জায়গা থেকে পিছু হটেছে ভারত এবং চিন। তবে সব জায়গায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর