

গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর অনুব্রত মণ্ডলকে ১০ দিনের সিবিআই হেফাজত অনুব্রতর নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার সকালে তাঁকে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করার পর বিকেলে পেশ করা হয় আসানসোলের আদালতে। এজলাসে তাঁর আইনজীবী জামিনের আবেদনই জানাননি। আর অনুব্রত (Anubrata Mandal) নিজে কাঠগড়ায় দাঁড়িয়ে নানা সমস্যার কথা বলে বিবেচনার কথা বলেন। কিন্তু তাতেও সিবিআই হেফাজত এড়ানো সম্ভব হল নয়।
এদিকে গ্রেফতারের পর বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)নিয়ে অবস্থান স্পষ্ট করল তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, “দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, মানুষের কাছে ক্ষতিকর বা মানুষকে কেউ ঠকিয়েছে বলে মনে হলে দল তাঁকে সমর্থন করে না।”
আরো পড়ুন- আসানসোলে কোর্টের বাইরে অনুব্রতর দিকে জুতো নকুলদানা ছুড়ে ‘গরু চোর’ স্লোগান
বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর থেকেই দলের অবস্থান কী হবে, সেদিকেই নজর ছিল সকলের। তবে পার্থ চট্টোপাধ্যায়ের মতোই অনুব্রতকে নিয়েও নিজেদের অবস্থান জানিয়ে দিল তৃণমূল। এদিন বিকেলে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,” কোনও অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, মানুষের কাছে ক্ষতিকর বা মানুষকে কেউ ঠকিয়েছে বলে মনে হলে দল তাঁকে সমর্থন করে না।” চন্দ্রিমা সাফ জানান, দল অন্যায়ের সঙ্গে আপস করে না। মন্ত্রী এদিন আরও বলেন, “মানুষের সমর্থন নিয়ে তৃণমূল তৈরি হয়েছে। তিনবার মানুষের আস্থা অর্জন করে ক্ষমতায় এসেছে। মানুষই বড় সম্পদ।”

তবে কেন্দ্রীয় তদন্তকারীদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “সবক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে এক আচরণ করুন। অভিযুক্ত যদি কেন্দ্রে ক্ষমতায় থাকা দলের কেউ না হয়, তাঁর বিরুদ্ধে উঠে পরে লেগে যাওয়া আর শাসকদলের কেউ হলে সেক্ষেত্রে চুপচাপ বসে থাকা। এটা চলতে পারে না।” শুভেন্দু অধিকারীকে কেন্দ্র জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। তবে অনুব্রত মণ্ডলকে পদ থেকে অপসারণ করা হবে কি না, সে বিষয়ে এখনও তৃণমূলের তরফে জানানো হয়নি। চন্দ্রিমা বলেন, “কখন কী ব্যবস্থা নেওয়া হবে তা দলের নেত্রী ঠিক করবেন। কিছু হলে ঠিক জানানো হবে।”


ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স