বালাহান্ট ডেক্সঃ গ্রেফতার অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেফতার করলো CBI । গরু পাচার কাণ্ডে (Cow Smuggling Scam) এই গ্রেফতারি। অভিযোগ, গরু পাচার এবং বালি পাচার মামলায় তাঁর সহযোগী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদে অনুব্রত মণ্ডলের নাম পাওয়া গিয়েছে । আর সেই কারণেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না । তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে । প্রসঙ্গত প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, এ বার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁর গ্রেফতারি নিয়ে কী বলবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ? যদিও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির বিষয়টি প্রকাশ্যে আসতেই ছোট থেকে বড় সব তৃণমূল নেতাই এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছেন । পার্থ চট্টোপাধ্যায়ের ন্যায় এ বারও বলা হয়েছে দল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সঠিক সময়েই এই নিয়ে প্রতিক্রিয়া দেবে তৃণমূল কংগ্রেস ।
আরো পড়ুন- Ketugram: মহরমের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, নিজের হাতে থাকা ছুরির আঘাতে মৃত্যু যুবকের
বারবার কেন্দ্রীয় তদন্তকারীর হাজিরা এড়িয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন অনুব্রত মণ্ডল। বিভিন্ন সময় বারবার কেষ্টর পাশে দাঁড়িয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার অসুস্থতার কথা বলে হাজিরা এড়ানোর টেকনিকও এবার ফেল হয়েছে এসএসকেএমে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট, ইতিমধ্যেই তা নিয়ে তত্পরতা শুরু হয়েছে শাসক দলে। বিভিন্ন জেলা নিয়ে বৈঠক করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু অনুব্রত প্রসঙ্গে এখনও সেভাবে কিছুই শোনা যায়নি শাসক দলের তরফে। দলের এই আচরণ কী দূরত্ব বাড়ানোর ইঙ্গিত, তুঙ্গে জল্পনা।
কেষ্ট ইস্যুতে তৃণমূল প্রশ্ন?
আগামী বছরই রাজ্যে পঞ্চায়েত ভোট। এমনিতেই পার্থকাণ্ডে অস্বস্তিতে শাসক দল। দোসর অনুব্রত ইস্যু। ২০১৮-র পঞ্চায়েত ভোটে অশান্তির পুনরাবৃত্তি এড়াতে চায় তৃণমূল। ভোটে কালো তালিকায় ছিল বীরভূম, উত্তর ২৪ পরগনা। স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে কি তাই কেষ্ট বিতর্ক এড়াতে চাইছে ঘাসফুল শিবির? রাজনৈতিক বিশ্লেষকরা সেই প্রশ্ন তুলেছেন।
অনুব্রত প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তা একপ্রকার এড়িয়েই যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেছেন, “একজন অসুস্থ মানুষকে নিয়ে কথা না বলাই ভাল।”
এ দিকে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি ত্যাগী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, একটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেস আগেই তাঁদের অবস্থান স্পষ্ট করেছে । কোনও দুর্নীতি বা অস্বচ্ছতা সঙ্গে যুক্ত কোনও নেতার পাশে দাঁড়াবে না দল । এ ক্ষেত্রে তাঁর যুক্তি, অনুব্রত মণ্ডল যদি দোষী হন আইন আইনের পথে চলবে । দল তাতে হস্তক্ষেপ করবে না ।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!