Indian Navy Ship: মেঘনাদ আড়াল থেকে আঘাত করবে শত্রুকে, অত্যাধুনিক রনতরী পেল ভারতীয় নৌ বাহিনী - Bangla Hunt

Indian Navy Ship: মেঘনাদ আড়াল থেকে আঘাত করবে শত্রুকে, অত্যাধুনিক রনতরী পেল ভারতীয় নৌ বাহিনী

By Bangla Hunt Desk - July 16, 2022

আজ অত্যাধুনিক রনতরী পেল ভারতীয় নৌ বাহিনী। এই রনতরী সমুদ্রে গিয়ে আড়ালে থাকা নিরাপদ স্থান খুঁজে নিতে সক্ষম। শত্রুপক্ষের রাডারের নজরদারিকেও অনায়াসে ফাঁকি দিতে পারবে এই রনতরী। আড়াল থেকে হানতে পারে বিরাট আঘাত। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হলো এই অত্যাধুনিক রনতরী, যার পোশাকি নাম হল মেঘনাদ।

আরো পড়ুন- ১৬ কোটিতে বিক্রি হলো মডেলের ভার্জিনিটি।

রামায়ণে রাবণ পুত্র মেঘনাদ যেমন মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতেন, জানা যেত না তার গতিবিধি। তেমনই রনতরী হল মেঘনাদ। যার প্রকৃত নাম আইএনএস দুনাগিরি। এটি ফ্রিগেট জাতীয় ছোট রণতরী। যা সমুদ্রের ভেতরে গিয়ে নিরাপদ স্থান খুঁজে নিতে পারে। শত্রু পক্ষের রাডারকেও বোকা বানাতে সক্ষম। দ্রুত আঘাত হানতে পারে শত্রুপক্ষের জলযানে, এমনকি উড়িয়ে দিতে পারে আস্ত বন্দর। যা তৈরি হল কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেডে।

আজ নৌ বাহিনীর বিশেষ কর্মসূচিতে যোগদান করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ কলকাতায় হুগলি নদীর জলে ভাসানো হল মেঘনাদকে। গত মে মাসে আইএনএস উদয়গিরিকে নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। আর আজ নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হলো আইএনএস দুনাগিরি বা মেঘনাদ। যার মাধ্যমে এক ধাক্কায় কয়েক ধাপ এগিয়ে গেল ভারতের নৌ বাহিনী। মোদী সরকারের আমলে আত্মনির্ভর ভারতকে সামনে রেখে প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তি, উৎপাদনকে শক্তিশালী করার চেষ্টা চলছে।

জানা যাচ্ছে, আগামী ২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনী পেতে চলেছে অন্ততপক্ষে ২০০ টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজ গুলি তৈরি হবে কলকাতা, কোচি, মুম্বাই সহ দেশের বিভিন্ন ইতিমধ্যে শিপ ইয়ার্ডে। নৌ সেনার রাডার, সোনার, ক্ষেপণাস্ত্র, হালকা বিমান, হালকা হেলিকপ্টার আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ, ডুবো জাহাজ তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় এবার নতুন সংযোজন হলো মেঘনাদ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর