পিকআপ ভ‍্যানের ধাক্কায় মৃত‍্যু পঞ্চম শ্রেণীর পড়ুয়ার - Bangla Hunt

পিকআপ ভ‍্যানের ধাক্কায় মৃত‍্যু পঞ্চম শ্রেণীর পড়ুয়ার

By Bangla Hunt Desk - June 09, 2022

মালদাঃ-টিউশন যাওয়ার পথে পিকআপ ভ‍্যানের ধাক্কায় মৃত‍্যু পঞ্চম শ্রেণীর পড়ুয়ার।। হরিশ্চন্দ্রপুরের বেজপুরায় টিউশন যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় মৃত‍্যু হল এক পঞ্চম শ্রেণীর ছাত্রের। ছাত্রের নাম মোহাম্মদ তারেক (১১) বাবা মোহাম্মদ ইসলাম পেশায় দিনমজুর।এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পিকআপ ভ্যানটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। চালক পলাতক রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে তারিক আনোয়ার এদিন বাড়ি থেক সাইকেল চেপে টিউশনে যাচ্ছিল। মাঝপথে গ্রামীণ সড়কে কনুয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপভ্যান তাঁকে সজোরে ধাক্কা মারলে সেখানেই সাইকেল নিয়ে পড়ে যায়। এবং সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।ঘটনা স্থানে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর