করোনা আতঙ্কে বন্ধ বিশ্বভারতী বসন্ত উৎসব! মন খারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের - Bangla Hunt

করোনা আতঙ্কে বন্ধ বিশ্বভারতী বসন্ত উৎসব! মন খারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের

By Bangla Hunt Desk - March 08, 2020

করোনার ধাক্কায় এবছর শান্তিনিকেতনে হচ্ছেনা বসন্ত উৎসব। ইউজিসির নির্দেশিকা অনুসারে এবছর বন্ধ হলো শান্তিনিকেতনের বসন্ত উৎসব। কারন কোনো ঝুঁকি নিতে চাইছে না কতৃপক্ষ। শুক্রবারই পৌঁছেছে নির্দেশিকা।

শিমুল আর পলাশ দিয়ে গোটা শান্তিনিকেতন কে সাজিয়ে ফেলেছে প্রকৃতি কারণ বসন্ত জাগ্রত দ্বারে। সোমবারই তো রাঙিয়ে দেওয়ার দিন। তাই প্রায় দেড় মাস ধরে চলছিল প্রস্তুতি। এই বসন্ত উৎসব কে কেন্দ্র করে বহুদূর থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় শান্তিনিকেতনে। কিন্তু এবছর করোনা ভাইরাসের আতঙ্কে বন্ধ হয়ে গেল শান্তিনিকেতনের বসন্ত উৎসব। শুক্রবার এই নির্দেশিকা আসার পর থেকেই থমথমে গোটা সংগীত ভবন। কান্নায় ভেঙে পড়েছে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। কদিন আগেও গমগম করছিল গোটা সঙ্গীত ভবন। চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু শুক্রবার হল ছন্দপতন। কারণ করোনা আতঙ্কের জের। খোদ দিল্লি থেকে এসেছে নির্দেশিক। তাই ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উৎসব বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপর থেকে সংগীত ভবন থেকে আর ভেসে আসছে না “ওরে গৃহবাসী সুর”,আর এই খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েছে বহু ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর