IPL 2022 Final: সবচেয়ে বড় জার্সি! গিনিস বুকে নাম তুলে নিল BCCI - Bangla Hunt

IPL 2022 Final: সবচেয়ে বড় জার্সি! গিনিস বুকে নাম তুলে নিল BCCI

By Bangla Hunt Desk - May 30, 2022

আইপিএল ২০২২-এর ফাইনালে (IPL 2022 Final) ম্যাচের আগে গিনেস বুকে নাম লেখাল বিসিসিআই (BCCI)। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট জার্সি উপস্থাপন করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন- এসএসসি দুর্নীতি থেকে নজর ঘোরানোই লক্ষ্য! আচার্য বদল নিয়ে বিস্ফোরক রাজ্যপাল

বিশাল চওড়া জার্সির উপরে ডান দিকে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতীক। নিচের দিকে রয়েছে আইপিএলের দশটি দলের প্রতীক। মাঝে বড় করে লেখা রয়েছে ১৫তম আইপিএল। রয়েছে ভারতের জাতীয় পতাকার রঙ এবং আইপিএলের সঙ্গে মানানসই নক্সাও। জার্সিটি লম্বায় ৬৬ মিটার এবং চওড়ায় ৪৪ মিটার। উদ্বোধনী অনুষ্ঠানেই প্রদর্শিত হল বিশাল মাপের জার্সিটি। মাঠের মাঝে বিছিয়ে রাখা হয় সেটি। এই জার্সি তৈরি করেই তাক লাগিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই অভিনব প্রয়াসের জন্য গিনেস বুকের তরফ থেকে মিলল পুরস্কার।

বিশ্বের বৃহত্তম জার্সি এটাই। এ দিনই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের হাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র তুলে দেওয়া হয় জার্সিটির জন্য। বিশাল জার্সিটির ভিডিয়ো নেটমাধ্যমে দেওয়া হয়েছে আইপিএলের তরফ থেকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর