সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন মদন, পড়ে গেল নাতিও! ভাইরাল ভিডিও - Bangla Hunt

সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন মদন, পড়ে গেল নাতিও! ভাইরাল ভিডিও

By Bangla Hunt Desk - May 11, 2022

স্যোসাল মিডিয়ায় ঝড় তোলেন তিনি৷ ইদানিং ফেসবুকে পোস্ট করা তাঁর অধিকাংশ ভিডিও বা পোস্টেই দেখা যায় তাঁর নাতিকেও৷ এ হেন মদন মিত্র অশনি আবহে সমুদ্র সৈকতে গিয়ে বিপত্তি বাঁধালেন৷ সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন মদন, পড়ে গেল নাতিও! যদিও বরাতজোরে কারোরই বড় কোনও আঘাত লাগেনি৷

আরো পড়ুন- ১১ মে থেকেই প্লে স্টোরের সমস্ত কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করা হবে! জানাল গুগল কর্তৃপক্ষ

মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন মদন মিত্র, সঙ্গে রয়েছে তাঁর নাতি। পিছনে বেশ কয়েকজন। সেই ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে আচমকা পা পিছলে পড়ে গেলেন মদন মিত্র। পড়ে যায় বিধায়কের নাতিও। সঙ্গে সঙ্গে সঙ্গীরা তাঁদের ধরে তোলেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও। তবে এটি কোথায় তা স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে, দিঘায় বেড়াতে গিয়েই সমুদ্রের পাড়ে পা পিছলে পড়ে যান কামারহাটির বিধায়ক।

ভিডিওটি ভাইরাল হলেও দু’ জনেরই যে বড়সড় চোট লাগার আশঙ্কা ছিল, কমেন্ট করতে গিয়ে তা উল্লেখ করেছেন অনেকেই৷ মদন এবং তাঁর নাতির আঘাত লেগেছে কি না, উদ্বিগ্ন হয়ে সেই খোঁজও নিয়েছেন কেউ কেউ৷ তবে তৃণমূল বিধায়ক বা তাঁর নাতির বড় কোনও আঘাত লাগেনি বলেই খবর৷

অশনির আশঙ্কায় গত দু’ দিন ধরেই দিঘার সমুদ্রের পাড়ে নামতে দেওয়া হচ্ছিল না কাউকে৷ তবে এই আবহে উত্তাল সমুদ্র দেখার আকর্ষণও কম নয়৷ ছোট্ট নাতিকে সম্ভবত সমুদ্রের সেই রূপই দেখাতে চেয়েছিলেন মদন৷ কিন্তু তা করতে গিয়েই ঘটে গেল বিপত্তি৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর