

কলকাতাঃ সোমবার সকালের আচমকা বৃষ্টিতে নাজেহাল কলকাতা। শহর কলকাতার বেশ কিছু জায়গায়য় জল জমতে শুরু করেছে। তার উপর ‘অশনি’ ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, শহরে জমা জলের সমস্যা ঠেকাতে মেয়র পারিষদদের দায়িত্ব ভাগ করে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বরোভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। পাশাপাশি, কলকাতা শহরের ৭৭টি পাম্পিং স্টেশনকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে। কোথাও জল জমলে তা যাতে দ্রুত নামানো যায় সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরো পড়ুন- শ্রীলঙ্কার প্রধানমন্দ্রী পদ থেকে ইস্তফা মহিন্দ্রা রাজাপক্ষের, দাবি স্থানীয় সংবাদমাধ্যমের
সোমবার সকালে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল জমে গিয়েছে কাকুঁড়গাছি আন্ডারপাসে। জল জমেছে পাতিপুকুর, ক্যামাক স্ট্রিট, লাউডন স্ট্রিট, মহাত্মা গাঁধী রোডের একাংশে। এ ছাড়াও দক্ষিণ কলকাতার ডায়মন্ড হারবার রোডের একাংশেও জল জমেছে।বাঘাযতীন উড়ালপুলের নীচে জল জমেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে জল জমে রয়েছে। এ ছাড়াও সাউথ সিটির বাউন্ড রোড এলাকা-সহ লেক গার্ডেন্স এলাকাতেও জল জমেছে। জল জমে থাকার কারণে শহরে যান চলাচলের গতি শ্লথ হয়ে গিয়েছে। তাই কলকাতা পুরসভা সোমবার থেকেই সপ্তাহব্যাপী এ বিষয়ে নিজেদের প্রস্তুত রাখতে চায়। যাতে জল জমা থেকে শুরু করে শহরে যান চলাচলের গতি স্বাভাবিক রাখা যায়।
জানা গিয়েছে, বৃষ্টির পূর্বাভাস থাকায় কলকাতার জল যন্ত্রণার বিষয়ে নবান্নের তরফে আগাম সতর্ক করা হয়েছে পুরসভাকে। নবান্নের বার্তা পাওয়ার পরেই আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকেও যে কলকাতা পুরসভাকে বৃষ্টি নিয়ে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে বৃষ্টির পর যাতে কলকাতার রাস্তায় দীর্ঘ সময় জল জমে না থাকে, সে বিষয়ে কলকাতা পুরসভা প্রস্তুতি শুরু করে দিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহের নেতৃত্বে নর্দমা পরিষ্কারের কাজ চলেছে গত সপ্তাহে। এদিকে সারা বছর পুরসভা একটি কন্ট্রোল রুম চালু থাকে। অশনির আগমনের পরিস্থিতিতে সেই কন্ট্রোল রুমকে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স