তাজমহলের বন্ধ ২০টি ঘর খোলা হোক! এলাহাবাদ হাইকোর্টে আবেদন বিজেপির - Bangla Hunt

তাজমহলের বন্ধ ২০টি ঘর খোলা হোক! এলাহাবাদ হাইকোর্টে আবেদন বিজেপির

By Bangla Hunt Desk - May 09, 2022

তাজমহলের ভিতরে বন্ধ থাকা সেই ২০টি ঘর খোলা হোক! এই আবেদন জানিয়ে এবার আদালতের দ্বারস্থ হল বিজেপি। সেই সঙ্গে এই সৌধে কোনও হিন্দু দেব দেবীর মুর্তি আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য সত্যানুসন্ধান দল গড়ারও আর্জি জানিয়েছে তারা।

আরো পড়ুন- নিজেই ভাঙলেন নিজের রেকর্ড! ২৬ বার এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড নেপালি শেরপার

শনিবার ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রিতে এই আবেদন দাখিল করেন বিজেপির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ। রবিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে রজনীশ বলেন, ‘‘আদালতের কাছে আবেদনে তাজমহলের ২০টি বন্ধ ঘর খোলার আর্জি জানিয়েছি। সত্য যা-ই হোক, তা প্রকাশ্যে আসা উচিত।’’

বিজেপি নেতা রজনীশ সিং দাবি করেন, ‘তাজমহল নিয়ে পুরনো বিতর্ক রয়েছে। তাজমহলের প্রায় ২০টি কক্ষ তালাবদ্ধ এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। ধারণা করা হয়, এসব ঘরে হিন্দু দেবতা ও ধর্ম সম্পর্কিত মূর্তি রয়েছে। এর প্রেক্ষিতে আমি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছি যাতে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই কক্ষগুলি খোলার জন্য নির্দেশ দেওয়া হয়। এই কক্ষগুলি খোলা হলে এই সংক্রান্ত যাবতীয় বিতর্ক থেমে যাবে আর তা করতে তো কোনও ক্ষতি নেই।’

আবেদনে, মামলাকারী আদালতের কাছে আর্জি জানিয়েছেন যাতে রাজ্য সরকারকে এই নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এই কমিটি উক্ত কক্ষগুলি পরীক্ষা করবে এবং সেখানে হিন্দু মূর্তি বা ধর্মগ্রন্থের সাথে সম্পর্কিত কোনও প্রমাণ আছে কি না তা খুঁজবে। উল্লেখ্য, বেশ কয়েকটি কট্টরপন্থী হিন্দু সংগঠন তাজমহলকে তেজো মহালয়া নামক একটি হিন্দু মন্দির বলে দাবি করে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর