পুরীর মন্দিরের ৫৪৫ কোটি টাকা আটকে গেল ইয়েস ব্যাংকে! - Bangla Hunt

পুরীর মন্দিরের ৫৪৫ কোটি টাকা আটকে গেল ইয়েস ব্যাংকে!

By Bangla Hunt Desk - March 07, 2020

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর্থিক সংকটের জেরে ইয়েস ব্যাংকের নগদ লেনদেনের উপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে। আগামী এক মাসের জন্য কোনো গ্রাহক ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। এর মধ্যে এখন জানা গেছে, পুরীর জগন্নাথদেবের ৫৪৫ কোটি টাকা আটকে গিয়েছে ইয়েস ব্যাংকে। RBI বিধি অনুযায়ী মন্দির কর্তৃপক্ষ এই অর্থ এখন তুলতে পারবেন না। তাই মাথায় হাত মন্দির কর্তৃপক্ষের ।

সূত্র থেকে জানা যায়, ইয়েস ব্যাংকে পুরীর মন্দিরের ৫৪৫ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে নেই। এই টাকা ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছে।ফলে বর্তমান পরিস্থিতিতে এই ৫৪৫ কোটি টাকা ফেরত পাওয়া বেশ কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

এই দিকে জানা গেছে, তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দির কর্তৃপক্ষ ইয়েস ব্যাংকে ১৩০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রেখে ছিলো। কিন্তু তারা গত বছর অক্টোবর মাসেই তুলে নিয়েছিল।

প্রশ্ন উঠছে সামান্য কিছু টাকা সুদ পাওয়ার জন্য কেনো এই বেসরকারি ব্যাংকে টাকা জমা রাখলো মন্দির কর্তৃপক্ষ? তাহলে কি কেউ স্বার্থসিদ্ধির জন্য মন্দিরের এই টাকা জমা রেখেছিলো বেসরকারি এই
ব্যাংকে?

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর