গণধর্ষণের অভিযোগ জানাতে যাওয়া ১৩ বছরের নাবালিকাকেই ধর্ষণ করল পুলিশ! চাঞ্চল্য যোগীরাজ্যে - Bangla Hunt

গণধর্ষণের অভিযোগ জানাতে যাওয়া ১৩ বছরের নাবালিকাকেই ধর্ষণ করল পুলিশ! চাঞ্চল্য যোগীরাজ্যে

By Bangla Hunt Desk - May 04, 2022

লখনউঃ দেশের মধ্যে নারী নির্যাতনে শীর্ষে রয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। সেখানেই এবার পুলিশের উপর উঠল গুরুতর অভিযোগ। গণধর্ষণের অভিযোগ জানাতে যাওয়া ১৩ বছরের নাবালিকাকেই ধর্ষণ করল যোগীরাজ্যে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। রক্ষকই ভক্ষক হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সকলেই।

আরো পড়ুন- ট্রেন দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক! বিহারে এক ঘন্টা দাঁড়িয়ে প্যাসেঞ্জার ট্রেন

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত স্টেশন হাউস অফিসার তিলকধারী সরোজ ঘটনার পর থেকেই পলাতক৷ তাকে সাসপেন্ডও করা হয়েছে৷ পুলিশেরই তিনটি দল অভিযুক্ত পুলিশ অফিসারের খোঁজে তল্লাশি শুরু করেছে৷

জানা গিয়েছে, চার জন মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে৷ সেই অভিযোগ জানাতে এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়েছিল নির্যাতিতা৷ জানা গিয়েছে, কোনও ভাবে প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে গত ২২ এপ্রিল ভোপালে নিয়ে যায় চার অভিযুক্ত৷ সেখানে চার দিন ধরে তাকে ধর্ষণ করে তারা৷ এর পরে উত্তর প্রদেশে ললিতপুরের গ্রামে এনে কিশোরীকে ফেলে যায় অভিযুক্তরা৷

ঘটনার অভিযোগ জানাতে নিজের এক আত্মীয়াকে নিয়ে থানায় যায় কিশোরী৷ পরের দিন জবানবন্দি নেওয়ার নাম করে ওই কিশোরীকে থানায় ডেকে পাঠায় অভিযুক্ত পুলিশ অফিসার৷ এর পর থানার ভিতরেই একটি ঘরে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ঘটনার সময় থানায় উপস্থিত ছিল কিশোরীর আত্মীয়াও৷ এফআইআর-এ অভিযুক্ত পুলিশ অফিসারের পাশাপাশি ওই আত্মীয়ার নামও রয়েছে৷

ললিতপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণ ছাড়াও অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে৷ ললিতপুরের পুলিশ সুপার নিখিল পাঠক জানিয়েছেন, একটি এনজিও ওই নির্যািততাকে তাঁর অফিসে নিয়ে আসে৷ এর পরই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর