রাম মন্দির উদ্বোধন হতেই বাজারে এল জয় শ্রী রাম হেলমেট! - Bangla Hunt

রাম মন্দির উদ্বোধন হতেই বাজারে এল জয় শ্রী রাম হেলমেট!

By Bangla Hunt Desk - January 28, 2024

অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতেই অযোধ্যায় ভিড় জমাতে থাকেন লাখ লাখ দর্শনার্থী। রামের আদলে সেজে বাইকে করে রামলালাকে একবার দর্শনের জন্য আসছেন হাজার হাজার ভক্ত। সেজে উঠেছে গাড়ি থেকে বাইক। যেই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এখন এই উপলক্ষে, স্টিলবার্ড হেলমেট কোম্পানি মানুষের জন্য বিশেষভাবে ডিজাইন করা জয় শ্রী রাম ছবি দেওয়া হেলমেট বাজারে নিয়ে এসেছে।

এটি রাম মন্দিরের ছবি দিয়ে বানানো একটি স্পেশাল এডিশন হেলমেট। রামের ছবি, অযোধ্যা রাম মন্দিরের ছবির কারুকার্য রয়েছে হেলমেটজুড়ে। দুটি রঙে কিনতে পারবেন ক্রেতারা। এটি বানিয়েছে স্টিলবার্ড হাই-টেক ইন্ডিয়া লিমিটেড। ইতিমধ্যে এই জয় শ্রী রাম লেখা হেলমেট বাজারে উপলব্ধ।

আরো পড়ুন- ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! ইস্তফা দিয়ে আগামিকাল এনডিএতে নীতীশ?

জয় শ্রী রাম এডিশন SBH-34 হেলমেট দুটি রঙে লঞ্চ করেছে স্টিলবার্ড হাই-টেক ইন্ডিয়া লিমিটেড। একটি শাইনিং ব্ল্যাকের সঙ্গে স্যাফরন বা গেরুয়া, আরেকটি শাইনিং স্যাফরনের সঙ্গে ব্ল্যাক। সর্বোচ্চ সুরক্ষা ও আরাম নিশ্চিত করার জন্য থার্মোপ্লাস্টিক শেল দিয়ে বানানো হয়েছে হেলমেট। এতে রয়েছে বিশেষ সানশিল্ড। যা সুরক্ষার সঙ্গে আপোস না করেও আলো অ্যাডজাস্ট করতে সাহায্য করে। আলোর তীব্রতা অনুযায়ী কমবেশি করতে পারবে বাইক রাইডার।

দুটি সাইজে পাওয়া যাবে জয় শ্রী রাম এডিশন SBH-34 হেলমেট – লার্জ (600 মিলিমিটার) এবং মিডিয়াম (580 মিলিমিটার)। বাজারে জয় শ্রী রাম হেলমেটের দাম শুরু 1,349 টাকা থেকে। এটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর