বাংলাহান্ট ডেস্কঃ শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোরকদমে। সাজ সাজ রব অযোধ্যা জুড়ে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Temple) উদ্বোধনের কথা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানান হয়েছে, রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে দেশ ও বিদেশ থেকে প্রায় ৪ হাজার সাধুকে আমন্ত্রণ জানান হয়েছে। আমন্ত্রিতের তালিকায় রয়েছে, আড়াই থেকে তিন হাজার বিশিষ্ট ব্যক্তি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন দেশের শীর্ষস্তরের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তরা।
তালিকায় কারা রয়েছেন?
শোনা যাচ্ছে, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটাদের ও। সেই তালিকা থেকে বাদ যাবেন না বলিউডের কিংবদন্তিরাও। ২২ তারিখ অযোধ্যায় উপস্থিত থাকার কথা বলিউডের একঝাঁক তারকারও। সেই তালিকায় থাকছেন কে কে?
শোনা যাচ্ছে, বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চন, রামানন্দ সাগরের ‘রামায়ণে’ রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং সীতা দীপিকা চিখিলিয়াদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। এছাড়াও তালিকায় রয়েছেন, মাধুরী দিক্ষীত, অক্ষয় কুমার, অনুপম খের, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা ভনশালী, রোহিত শেট্টি। দক্ষিণী তারকাদের মধ্যে থাকছেন, রজনীকান্ত , চিরঞ্জিবী , ধনুশ, মোহনলাল, ঋষভ শেট্টি-ও। সুতরাং আশা করাই যায়… ২২ জানুয়ারি চাঁদের হাট বসবে অযোধ্যায়। উপলক্ষ্য রাম মন্দিরে উদ্বোধন।
এছড়াও ২২ জানুয়ারি অযোধ্যার নবনির্মিত মন্দিরে উপস্থিত থাকবেন সংঘপ্রধান মোহন ভাগবত, যোগগুরু রামদেব, ভিন্ন গোষ্ঠীর ৪ হাজার সন্ন্যাসী, লেখক, সাংবাদিক, বিজ্ঞানী-সহ বিশিষ্টজনেরা।
আমন্ত্রণ পত্রের প্রোটোকল-
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান সম্পাদক চম্পত রাই বলেছেন, আমন্ত্রণ পত্রগুলিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করেছেন। তিনি বলেছেন, পবিক্রকরণ কর্মসূচিতে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট প্রোটোকলের উপর জোর দিয়েছেন। অনুষ্ঠান পর্ব যাতে মসৃণভাবে চলে তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমন্ত্রিতরাও যাতে সমস্ত প্রোটোকল মেনে চলেন তারও আহ্বান জানিয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশিকা
ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই উপস্থিতদের অসুবিধে এড়াতে প্রোটোকল মেনে চলার ওপর গুরুত্ব দেন। আমন্ত্রণপত্রেই বলা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আধার কার্ড সঙ্গে আনতে হবে। তাদের মোবাইল ফোন নিয়ে অনুষ্ঠান স্থলে ঢুকতে দেওয়া হবে। ক্যামেরা নিয়েও অনুষ্ঠান স্থলে ঢোকা যাবে না।
আমন্ত্রণপত্রের নির্দেশিকা
উপাদানের বিধিনিষেধ- দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গনে মোবাইল ফোন, ক্যামেরার মত গেজেট নিয়ে যেতে পারেবে না। স্পষ্ট করে তার নির্দেশ জারি করা রয়েছে।
ভক্তিমূলক পথ-অংশগ্রহণকারীদের একটি ভক্তিমূলক পদ্ধতি অবলম্বন করতে হবে। তাদের সফরের সময় একাধিক আধ্যাত্মিক বার্তা গ্রহণ করতে হবে।
লজিস্টিক বিষয়-আমন্ত্রণপত্রে লজিস্টিক বিশদ অন্তর্ভুক্ত রয়েছে যেমন অযোধ্যায় প্রস্তাবিত আগমনের সময়, মসৃণ প্রবেশ এবং ব্যবস্থার সুবিধার্থে তাড়াতাড়ি আগমনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানমঞ্চে বেলা ১১টার মধ্যে প্রবেশ করতে হবে। এই সময়ই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই অনুষ্ঠান চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁর অনুষ্ঠানস্থল ত্যাগের পরই বাকিরা সেখানে প্রবেশের অধিকার পাবেন। তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ও আমন্ত্রিত অতিথিদের একটি বিশেষ ডিজিটাল রেজিস্ট্রেশন আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। আমন্ত্রণপত্রের সঙ্গে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। সেখান থেকেই আমন্ত্রিতরা নিজের তথ্য দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন পত্র পাওয়া যাবে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!